Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাম মন্দির নিয়ে সিনেমা প্রযোজনা করবেন কঙ্গনা


২৬ নভেম্বর ২০১৯ ১৭:২৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৭:২৬

কঙ্গনা রানাওয়াত—বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। একথা অস্বীকার করার জো নেই। তিনি একাই বক্স অফিস কাঁপিয়ে দিতে পারেন। একথা স্বীকার করবেন বলিউডের নামজাদা পরিচালক–প্রযোজকরাও।

তবে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও এসেছিলেন কঙ্গনা। মনিকর্ণিকা ছবির প্রযোজনা দিয়েই প্রযোজক হিসেবে বি–টাউনে অভিষেক হয়েছিল তার। শোনা যাচ্ছে, ফের প্রযোজনায় আসছেন তিনি। এবার রাম মন্দির নিয়ে তৈরি হবে ছবি। সিনেমার নাম হবে অপরাজিত অযোধ্যা

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবর, ২০২০ সালের প্রথম দিক থেকেই নাকি শুরু হবে শ্যুটিংয়ের কাজ। বাহুবলি সিরিজের গল্পকার কে ভি বিজেন্দ্র প্রসাদ এই নতুন ছবির গল্প লিখবেন। তবে ছবির কাস্টিং সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এমনকি কঙ্গনা নিজে এই ছবিতে অভিনয় করবেন কিনা তাও নিশ্চিত না।

এদিকে সদ্য মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের আগামী ছবি থালাইভি’র ফার্স্ট লুক। চলতি বছর ফেব্রুয়ারিতে জয়ললিতার ৭১তম জন্মবার্ষিকীর দিনই দুই প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি ও শৈলেশ আর. সিং ঘোষণা করেছিলেন জয়ললিতার বায়োপিকের কথা। জানিয়েছিলেন, জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা।

বায়োপিকের পরিচালনায় রয়েছেন দক্ষিণী পরিচালক এ এল বিজয়। আর চিত্রনাট্য লিখেছেন বাহুবলী মনিকর্ণিকা’র চিত্রনাট্যকার কে ভি বিজেন্দ্র। ২০২০ সালের ২৬ জুন মুক্তি পাবে থালাইভি। কঙ্গনা ছাড়াও এই ছবিতে থাকছেন দক্ষিণী অভিনেতা অরবিন্দ স্বামী।

অপরাজিত অযোধ্যা কঙ্গনা

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর