Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রহস্যের খোঁজে ঢাকায় একেন বাবু, প্রকাশ পেলো ট্রেইলার


২৬ নভেম্বর ২০১৯ ১৪:১১ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১৩:০৭

প্রকাশ পেয়েছে ‘একেন বাবু ও ঢাকা রহস্য’ ওয়েব সিরিজের তৃতীয় কিস্তির ট্রেইলার। দুই বাংলার জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ হইচইয়ে মুক্তি পেয়েছে ট্রেইলারটি। পাশপাশি প্রকাশ পেয়েছে অ্যাপটির ইউটিউব চ্যানেলেও।

একেন বাবু সাধারণত একজন শখের গোয়েন্দা। গোয়েন্দা চরিত্র হলেও তাঁর আদব-কায়দা, চলন-বলন সবই যে সাধারণ মানুষের মতো। মিল বলতে শুধু রয়েছে অসম্ভব বুদ্ধিদীপ্ত এবং সিগারেটের নেশা। আর এই বেমানানের জন্যই একেন্দ্র সেন খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে।

বিজ্ঞাপন

দুই মিনিটের ট্রেইলার বলছে, ঢাকায় বেড়াতে এসে এক পার্টিতে হঠাৎ মারা যাওয়ার মধ্যে তিনি রহস্যের গন্ধ খুঁজে পান। এবার সিরিজে তিনি ঢাকায় খুনের রহস্য উদঘাটন করবেন।

একেন বাবু’র চরিত্রে যথারীতি অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। তবে এবার এই সিরিজে কয়েকজন বাংলাদেশি অভিনয়শিল্পীর দেখা মিলবে। ইয়াশ রোহান, শহিদুল আলম সাচ্চু, জিয়াউল হাসান কিসলু, কাজী নওশাবা, শিমুল খানসহ আরও বেশ কয়েকজন বাংলাদেশিকে দেখা যাবে।

ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী। আগামী ২৮ নভেম্বর থেকে হইচইয়ে দেখা যাবে ওয়েব সিরিজটি।

একেন বাবু ও ঢাকা রহস্য ওয়েব সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর