Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান লাইফ সাপোর্টে


২৬ নভেম্বর ২০১৯ ০১:০৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১১:৪৭

৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যান।

এদিকে মঙ্গলবার সকালে মাহফুজুর রহমানের পরিবারের একজন সদস্য জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তবে শুরুর দিকের অস্বাভাবিক রক্তপাত অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে।

চলচ্চিত্রে চিত্রগ্রহণের জন্য মাহফুজুর রহমান খান ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন।

শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমনিসহ অসংখ্য সিনেমার চিত্রগ্রাহক তিনি।

মাহফুজুর রহমান খানের জন্ম ১৯৪৯ সালের ১৯ মে, পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডের এক বনেদি পরিবারে। পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকের মতো বরেণ্য চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।

চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান মাহফুজুর রহমান খান শ্রাবণ মেঘের দিন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর