Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীতজ্ঞ মোবারক হোসেন খান আর নেই


২৪ নভেম্বর ২০১৯ ১৭:৩৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ২১:০৪

সঙ্গীত ব্যাক্তিত্ব, সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি শনিবার দিবাগত রাত থেকে বরিবার ভোরের কোনও একসময়ে ঘুমের মধ্যে নিজ বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে মোবারক হোসেন খানের বয়স হয়েছিল ৮৪ বছর। খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে অধ্যাপক রিনাত ফৌজিয়া খান। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী স্বাধীনতা উত্তর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন এবং ২০০২ সালে বাংলা বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

তিনি ছিলেন উপমহাদেশের কিংবদন্তী সংগীতজ্ঞ ওস্তাদ আয়াত আলী খানের তৃতীয় পুত্র এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভাতিজা।

মোবারক হোসেন খানের ছোট ভাই শেখ সাদী খান জানান, তার দুই ছেলে বিদেশে থাকেন। তারা দেশে আসার চেষ্টা করছেন। তারা দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মরদেহ এখন বারডেমের হিমঘরে রাখা আছে।

টপ নিউজ বাংলাদেশ শিল্পকলা একাডেমি মোবারক হোসেন খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর