Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ বটতলা রঙ্গমঞ্চে ‘আচার্য প্রফুল্লচন্দ্র’


২৪ নভেম্বর ২০১৯ ১৫:৪৯

আচার্য প্রফুল্লচন্দ্র— একজন আদর্শ শিক্ষক। যিনি নিজের জীবন যাপনে কৃচ্ছসাধন করে ছাত্রদের পড়াশোনার খরচ যোগান। একজন স্বদেশপ্রেমী। যিনি ছাত্রাবস্থায় খোদ বিলেতে বসে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিপক্ষে প্রবন্ধ লিখতে ভয় পান না। তিনি কি শুধুই একজন বিজ্ঞানী; যিনি মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন—নাকি একজন উদ্যোগী বাঙালি যিনি বাঙালি তরুণদের স্বপ্ন দেখালেন ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে? যিনি প্রতিষ্ঠা করেন ‘বেঙ্গল কেমিক্যাল’র মতো প্রতিষ্ঠানের। আবার এক কথায় যিনি অবলীলায় ছেড়ে দেন ম্যানেজিং ডিরেক্টরের পদ। যখন সংস্থার টার্নওভার তখনকার দিনে এক কোটি টাকার ওপর।

বিজ্ঞাপন

এমনই একজন হিমালয়ের মতো উঁচু, ইস্পাতের মতো কঠিন হৃদয়ের, সৎ ও অসাধারণ জীবননাট্যই আচার্য প্রফুল্লচন্দ্রের। আর এই জীবনাট্যকেই মঞ্চে উপস্থাপন করছে পশ্চিম বাংলার নাট্যদল সুখচর পঞ্চম রেপার্টরি থিয়েটার। নাটকের নাম আচার্য প্রফুল্লচন্দ্র। যার নাট্যকার ও নির্দেশক মলয় মিত্র। আজ (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে বটতলা রঙ্গমঞ্চের মূল মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হবে।

এই নাটক নিয়ে নাট্যদলের অনুভূতি, আমরা কেউ আচার্যের মতো নই। আমাদের কাউকেই আচার্য প্রফুল্লচন্দ্রের মতো দেখতে নয়। শুধু বাহ্যিক দর্শনের কথা বলছি না। জীবন দর্শনের কথাও বলতে চাইছি। এই স্মরণ নাট্য হিমালয় প্রতীম দর্শনেরই। আমরা ঐ মহাজনের চলার পথ, অনুকরণ না বলে, অনুসরণের  চেষ্টা করছি বলাই ভালো। এই নাট্যে তার সময়ের মানুষরাই তার গল্প বলেছেন, নানা ছলে। তারাই কথক, তারাই চরিত্র। আজ যদিও সে সব গল্পের মতো শোনায়, আদতে ঐ সবই কিন্তু আচার্যের অসাধারণ জীবনের সাধারণ দৈনন্দিন ঘটনাই। আমরা নকলনবিশ অভিনেতা মাত্র। কথায় বলে, ভালো কাজের ঢংও ভালো। ঢং মানে তো অভিনয়। ভালো মানুষের-চরিত্রে ভালো ভালো কথা বলতে বলতে বা শুনতে শুনতে রত্নাকরের মতো না হলেও যদি সামান্য পালটে ফেলতে পারি নিজেদের। জীবনে, জীবনচর্চায়।

৯০ মিনিট ব্যাপ্তিকালের এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভব্রত দত্ত রায়, অধীর কুমার ব্যানার্জী, শশাঙ্ক চক্রবর্তী, অমিত মল্লিক, সুশান্ত রায়, নব কুমার সাহা, অনুপ বেরা, মলয় মিত্র, সৌরভ হাওলাদার , নির্মাল্য সাহা, তন্ময় বন্দ্যোপাধ্যায়, প্রলয় মিত্র, শুভজিৎ সরকার, প্রকাশ রায়, কালী প্রসাদ গুপ্ত, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মঞ্জিষ্ঠা গোস্বামী, সুধৃতি নিয়োগী মিত্র, ঋতচেতা দাস, দেবপ্রিয়ামুখার্জী। মঞ্চ পরিকল্পনায় সোমিত্র চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, মলয় মিত্র’র গান নিয়ে সঙ্গীত পরিচালনায় কাঞ্চন বন্দোপাধ্যায়, পোশাকপরিকল্পনায় সুধৃতি নিয়োগী মিত্র ও নৃত্য পরিচালনায় পামলি রায়।

বিজ্ঞাপন

আচার্য প্রফুল্লচন্দ্র বটতলা রঙ্গমঞ্চ ২০১৯ মলয় মিত্র সুখচর পঞ্চম রেপার্টরি থিয়েটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর