Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্দেহ কাটল টিজার দেখে


২৪ নভেম্বর ২০১৯ ১৫:০৮

বলিউড গসিপ গার্ল বলতে যার কথা সবার আগে মনে আসে তিনি কঙ্গনা রানাওয়াত। কিছুদিন পর পর তিনি তার নানা কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়ে পড়েন। একের পর এক বিতর্কিত মন্তব্যে লাইমলাইটের শিরোনামেও থাকেন তিনি।

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে দেখা যাবে অভিনেত্রী কঙ্গনাকে। সম্প্রতি ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। ছবির প্রথম পোস্টার দেখে বিশ্বাস করায় দায় হচ্ছিল। অবিশ্বাস্য লুকে পুরোনো ছক ভেঙ্গে ধরা দিয়েছেন কঙ্গনা।

বিজ্ঞাপন

ছবির নাম থালাইভি। ছবিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনের প্রতিটি অধ্যায় দেখানো হবে। ছবির টিজারেই জয়ললিতার দুরকমভাবে হাজির হয়েছেন।

প্রথমে জয়ললিতার লুকে কঙ্গনা রানাওয়াতের পোস্টার প্রকাশ্যে এনেছিলেন ছবি নির্মাতা বিজয়। ছবি দেখেই মনে হয়েছিল সেটি ফটোশপের কারসাজি। কঙ্গনাকে চেনায় যাচ্ছিল না। পরে টিজার মুক্তি পাওয়ার পর সেই ভুল ধারণা ভেঙে গেল।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রাজনৈতিক জীবন থেকে ব্যক্তিগত জীবন জয়ললিতার , সবকিছুকেই দেখানো হবে ছবিতে। হলিউডের প্রস্থেটিক মেকআপ বিশেষজ্ঞ ক্যাপ্টেন মার্ভেলখ্যাত জেসন কলিন্স কঙ্গনার এই থালাইভি লুক তৈরি করেছেন। কঙ্গনা নিজের এই লুক দেখে প্রচন্ড উচ্ছ্বসিত।

তিনি বলেন, জনপ্রিয় অভিনেত্রী তথা রাজনৈতিক ব্যক্তিত্বকে অনক্রিনে ফুটিয়ে তুলতে পেরে আমি নিজেই খুব গর্বিত। এই শতকের সবচেয়ে বড় সাফল্যের কাহিনী জয়ললিতা। সুপারস্টার থেকে রাজনীতিক হয়ে ওঠার এই রদবদল পুরোটাই ফুঁটে উঠবে ছবির গল্পে। আর এইরকম একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করে আমার ভীষণ ভাল লাগছে।

বিজ্ঞাপন

শুধু কঙ্গনাই নয় দর্শকরাও খুবই উচ্ছ্বসিত কঙ্গনা এই লুক দেখে। আর মাত্র কয়েকমাসের অপেক্ষা। ২০২০ সালের ২৬ জুন প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি। দু’টি ভাষায় তৈরি হয়েছে এই ছবি। তামিলে ছবির নাম থলাইভি ও হিন্দিতে জয়া

কঙ্গনা রানাওয়াত জয়ললিতা টিজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর