চলে যাবার দুই বছর
২৪ নভেম্বর ২০১৯ ১৩:৫৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৫:০৯
বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলা জন্মগ্রহণ করেন। শৈশবে পরিবারের কাছেই গান শেখায় হাতেখড়ি। মাত্র ১২ বছর বয়সেই নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করেন বারী।
ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণী শিল্পীর কাছ থেকে সংগীত সাধনায় দীক্ষা লাভ করেন বারী সিদ্দিকী। এরপর ক্লাসিক্যাল মিউজিকের ওপরও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন বারী সিদ্দিকী।
বারী সিদ্দিকী মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করতেন। তার গাওয়া শুয়া চান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, সাড়ে তিন হাত কবর, পুবালী বাতাসে, তুমি থাকো কারাগারে, রজনী, মানুষ ধরো মানুষ ভজো— গানগুলোর জন্য সবচেয়ে বেশি পরিচিত।
১৯৯৫ সালে বারী সিদ্দিকী প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের রঙের বাড়ই নামের একটা ম্যাগাজিন অনুষ্ঠানে জনসমক্ষে প্রথম সঙ্গীত পরিবেশন করেন। এরপর ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে সাতটি গানে কণ্ঠ দেন। এর মধ্যে শুয়া চান পাখি গানটির জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
এছাড়া ১৯৯৯ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণ করেন।