Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বসন্ত বিকেল’ ছবির মহরত অনুষ্ঠিত


২৪ নভেম্বর ২০১৯ ১৩:১৭

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বসন্ত বিকেল’ সিনেমার মহরত। শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)—এর ক্যান্টিন চত্ত্বরে মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, পাবনা-৫ আসনের এমপি খোন্দকার গোলাম ফারুক।

বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বলিউল আলম খোকন, নির্মাতা রফিক শিকদার, দুই নায়ক শিপন মিত্র ও তানভীর তনু, নায়িকা সুবহাসহ আরও অনেকে।

সমাজে বসবাসকারী সংখ্যালঘু মানুষদের নিয়ে এই ছবির গল্প। তিনটি চরিত্রের মাধ্যমে সংখ্যালঘু মানুষদের দুঃখ, বেদনা আর হাহাকারের কাহিনী তুলে ধরা হবে।

ছবি প্রসঙ্গে রফিক সিকদার বলেন, মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরকে কেন্দ্র করে চলচ্চিত্রের কাহিনী নির্মিত হয়েছে। এই শহরের শৈশব হতে বেড়ে ওঠে মুসলিম ধর্মাবলম্বী রুদ্র ও হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রাবতী। পরিণত বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থায় তাদের প্রণয় হয়, যার সমাপ্তি ঘটে বিয়োগান্তক পরিস্থিতিতে।

অনুষ্ঠানে আগত অতিথিরা রফিক সিকদারের তৃতীয় সিনেমার জন্য শুভ কামনা জানান। ভবিষ্যতে তিনি আরও ভালো মানের ছবি উপহার দেবেন বলে প্রত্যাশা করেন তারা।

ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন সামসুজ্জামান রিমন। চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে ছবির দৃশ্যধারণের কাজ।

বিজ্ঞাপন

বসন্ত বিকেল মহরত রফিক সিকদার সিনেমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর