Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ার নতুন ছবি ‘নকশি কাঁথার জমিন’


২৩ নভেম্বর ২০১৯ ১৩:৪০ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ১৪:০৯

জয়া আহসান: ছবি: সারাবাংলা

জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন আকরাম খান। ছবির নাম ‘নকশি কাঁথার জমিন’। ছবিটি ২০১৮–১৯ সালে সরকারি অনুদায় পায়।

ছবির পরিচালক আকরাম খান জানিয়েছেন, এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। তিনি বলেন, জয়া আহসানের সঙ্গে ছবিটি নিয়ে আলোচনা করেছি। তিনি ছবিটিতে অভিনয় করবেন। এখন পর্যন্ত এটা নিশ্চিত।

এর আগে আকরাম খান জয়া আহসানকে নিয়ে ‘খাঁচা’ নামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন। সেটিও ছিল সরকারি অনুদানপ্রাপ্ত।

‘বিধবাদের কথা’ উপন্যাসে দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশেরই ইতিহাসের এক রক্তঝরা অধ্যায়। সেই অধ্যায়গুলো ফ্রেমবন্দী করবেন ছবির পরিচালক। এর আগে আকরাম খান ‘খাঁচা’ ছবিটিও নির্মাণ করেছিলেন হাসান আজিজুল হকের উপন্যাসের আলোকে।

এদিকে জয়া আজকাল পশ্চিমবঙ্গের ছবিতে ব্যস্ত সময় পার করছেন। সেখানে তার অভিনীত ‘বিনিসুতোয়’ ও ‘রবিবার’ ছবি দুটি রয়েছে মুক্তির তালিকায়।

আকরাম খান জয়া আহসান নকশি কাঁথার জমিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর