Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধুমধাম করে সৎ মায়ের জন্মদিন পালন করলেন সালমান খান


২২ নভেম্বর ২০১৯ ১৫:০৮

বৃহস্পতিবার (২১ নভেম্বর) আশিতে পা দিলেন সালমান খানের সৎ মা হেলেন। এদিন সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য শুভেচ্ছাবার্তায় সিক্ত হয়েছেন তিনি। তবে মায়ের সঙ্গে ছেলের সম্পর্কের রসায়নই ভিন্ন। হতে পারেন তিনি সৎ মা। কিন্তু সালমান খানকে তিনি নিজেই আগলে রেখেছেন। তার প্রতি সালমানের শ্রদ্ধা ও ভালোবাসা হাম দিল দে চুকে সানাম—এর মতোই। ফলে মায়ের জন্মদিন ভাইজান বিশেষ করেই সাজিয়ে তুললেন।

বিজ্ঞাপন

সৎ মায়ের জন্মদিনে গালা পার্টির আয়োজন করছিলেন সালমান খান। সেখানেই উপস্থিত ছিলেন বি-টাউনের একাধিক তারকারা। পুরো পরিবারকে সঙ্গে নিয়েই এদিন ধুমধামভাবে পালন করেন মায়ের জন্মদিন। উপস্থিত ছিলেন অর্পিতা খান শর্মা, সোহেল খান, আশা পারেখ, ওয়াহিদা রহমানের মতো তারকারা।

জন্মদিনের সন্ধ্যায় একটি বড় কেক নিয়ে আসা হয় পার্টিতে। যেখানে বড় করে লেখা থাকে—অ্যামেজিং অ্যাট ৮০ । কালো কামিজেই এদিন পার্টির মধ্যমণি হয়ে ধরা দিলেন হেলেন। পোজ দিয়ে সকলের সঙ্গে একাধিক ছবি তোলেন। পুরো পরিবারকে জন্মদিনে পাশে পেয়ে বেজায় খুশি ছিলেন তিনি। সালমানের সঙ্গেও বেশ কয়েকটি ছবি তুলেছেন।

জন্মদিন সালমান খান হেলেন