Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার ইডেন গার্ডেনস মাতাবেন কিংবদন্তি রুনা লায়লা


২২ নভেম্বর ২০১৯ ১৩:৫৯

কলকাতায় গান গাওয়া রুনা লায়লার জন্য নতুন কোনো ঘটনা নয়। আন্তর্জাতিক এই কণ্ঠশিল্পী উপমহাদেশের দেশগুলোতে মঞ্চ মাতিয়েছেন বহুবার। তবে এবার আবহটা ভিন্ন।

কলকাতার ইডেন গার্ডেনসে আজ (২২ নভেম্বর) থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট  ক্রিকেট ম্যাচ। এই ম্যাচ ঘিরেই দুই বাংলার মানুষের মাঝে বিরাজ করছে উন্মাদনা। এই ম্যাচে ইডেন গার্ডেনসে বিভিন্ন আয়োজনের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে গাইবেন কিংবদন্তি রুনা লায়লা।

বিজ্ঞাপন

ইতিমধ্যে রুনা লায়লা কলাকাতা পৌঁছে গিয়েছেন। দিনের খেলা শেষে তিনি মঞ্চে উঠবেন। জানা গেছে, ‘সাধের লাউ’, ‘বন্ধু তিন দিন’, ‘দমাদম মাস্ত কালান্দর’সহ বেশকিছু জনপ্রিয় গান গাইবেন তিনি। রুনা লায়লা ছাড়াও অনুষ্ঠানে গান গাইবেন সেখানকার জনপ্রিয় শিল্পী জিৎ গাঙ্গুলী।

আজ মাঠে সাবেক ক্রিকেটারদের পাশাপাশি থাকছেন মেরি কম, সানিয়া মির্জা, পিভি সিন্ধু, গোপী চাঁদ, অভিনব বৃন্দা প্রমুখ আজকের খেলা দেখতে মাঠে থাকবেন বলিউডের জনপ্রিয় তারকা রানী মুখার্জি।

ইডেন গার্ডেনস রুনা লায়লা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর