গ্র্যামি অ্যাওয়ার্ডে সংগীত বিভাগে মনোনয়ন পেলেন যারা
২১ নভেম্বর ২০১৯ ১৭:৪৭ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১৭:৫৫
আগামী বছর তথা ২০২০ সালের ২৭ জানুয়ারি বসতে চলেছে সংগীত দুনিয়ার সবচেয়ে জমকালো ও মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে বসবে অ্যাওয়ার্ডের ৬২তম আসর।
অ্যাওয়ার্ড সামনে রেখে বুধবার (২০ নভেম্বর) মোট ৮৪টি বিভাগে মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে। আর এই নাম প্রকাশ করেন গায়িকা অ্যালিসিয়া কিস ও বেবি রেক্সা। ২০১৮ সালের ১ অক্টোবর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত প্রকাশিত সংগীতগুলোর মধ্য থেকে মনোনয়ন তালিকা চূড়ান্ত হয়েছে।
- অ্যালবাম অব দ্য ইয়ার
আই, আই (বন ইভার), নরম্যান ফাকিং রকওয়েল (লানা ডেল রে), হোয়েন উই অল ফল অ্যাস্লিপ, হোয়্যার ডু উই গো? (বিলি আইলিশ), থ্যাংক ইউ, নেক্সট (আরিয়ানা গ্র্যান্ড), আই ইউজড টু নো হার (হার), সেভেন (লিল ন্যাস এক্স), কজ আই লাভ ইউ (লিজো), ফাদার অব দ্য ব্রাইড (ভ্যাম্পায়ার উইকেন্ড)।
- রেকর্ড অব দ্য ইয়ার
হে, মা (বন ইভার), ব্যাড গাই (বিলি আইলিশ), সেভেন রিংস (আরিয়ানা গ্র্যান্ড), হার্ড প্লেস (হার), টক (খালিদ), ওল্ড টাউন রোড (লিল নাস এক্স ফিচারিং বিলি রে সাইরাস), ট্রুথ হার্টস (লিজো), সানফ্লাওয়ার (পোস্ট ম্যালোন ও সোয়াইলি)।
- সং অব দ্য ইয়ার
অলওয়েজ রিমেম্বার আস দিস ওয়ে (লেডি গাগা), ব্যাড গাই (বিলি আইলিশ), ব্রিং মাই ফ্লাওয়ার্স নাউ (টানিয়া টাকার), হার্ড প্লেস (হার), লাভার (টেলর সুইফট), নরম্যান ফাকিং রকওয়েল (লানা ডেল রে), সামওয়ান ইউ লাভড (লুইস ক্যাপাল্ডি), ট্রুথ হার্টস (লিজো)।
- বেস্ট নিউ আর্টিস্ট
ব্ল্যাক পুমাস, বিলি আইলিশ, লিল নাস এক্স, লিজো, ম্যাগি রজার্স, রোজালিয়া, ট্যাঙ্ক অ্যান্ড দ্য ব্যাঙ্গাস, ইওলা।
- বেস্ট পপ সলো পারফরম্যান্স
স্পিরিট (বিয়ন্সে), ব্যাড গাই (বিলি আইলিশ), সেভেন রিংস (আরিয়ানা গ্র্যান্ড), ট্রুথ হার্টস (লিজো), ইউ নিড টু কাম ডাউন (টেলর সুইফট)।
- বেস্ট পপ ভোকাল অ্যালবাম
দ্য লায়ন কিং: দ্য গিফট (বিয়ন্সে), হোয়েন উই অল ফল অ্যাস্লিপ, হোয়্যার ডু উই গো (বিলি আইলিশ), থ্যাংক ইউ, নেক্সট (আরিয়ানা গ্র্যান্ড), নাম্বার সিক্স কলাবরেশনস প্রজেক্ট (এড শিরান), লাভার (টেলর সুইফট)।
- বেস্ট র্যাপ অ্যালবাম
রিভেঞ্জ অব দ্য ড্রিমারস থ্রি (ড্রিমভিল), চ্যাম্পিয়নশিপস (মিক মিল), আই অ্যাম আই ওয়াজ (টোয়েন্ট ওয়ান স্যাভেজ), ইগোর (টাইলার, দ্য ক্রিয়েটর), দ্য লস্ট বয় (ওয়াইবিএন কর্ডে)।
- সেরা আরঅ্যান্ডবি পারফর্ম্যান্স
লাভ অ্যাগেইন (ড্যানিয়েল সিজার ও ব্র্যান্ডি), কুড হ্যাভ বিন (হার ফিটচারিং ব্রাইসন টিলার), একজ্যাক্টলি হাউ আই ফিল (লিজো ফিচারিং গুচি ম্যান), রোল সাম মো (লাকি ডেই), কাম হোম (অ্যান্ডারসন পাক ফিচারিং আন্ড্রে থ্রি থাউজেন্ড)।
- বেস্ট কান্ট্রি অ্যালবাম
ডেসপারেট ম্যান (এরিক চার্চ), স্ট্রঙ্গার দ্যান ট্রুথ (রেবা ম্যাকেন্টায়ার), ইন্টারস্টেট গসপেল (পিস্তর অ্যানিস), সেন্টার পয়েন্ট রোড (থমাস রেট), হোয়াইল আই’ম লিভিং (টানিয়া টাকার)।