Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও বলিউডে নাগার্জুনা, সঙ্গী রণবীর-আলিয়া


২১ নভেম্বর ২০১৯ ১৬:৩০

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম তারকা নাগার্জুনা আবার বলিউডে ফিরছেন। আজ থেকে ১৫ বছর আগে তাকে বলিউডে দেখা গিয়েছিল। ছবির নাম ছিল ‘লক কার্গিল’। এটি পরিচালনা করেছিলেন জে পি দত্ত। এবার তিনি বলিউডে ফিরছেন অয়ন মুখার্জীর ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির মধ্য দিয়ে। খবর বলিউড হাঙ্গামার।

তবে এই ছবিতে নায়কের ভূমিকায় তাকে দেখা যাবে না। কিন্তু গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাগার্জুনা ‘ব্রক্ষ্মাস্ত্র’তে অভিনয় করেছেন একজন প্রত্মতাত্ত্বিকের ভূমিকায়। এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন রিয়েল লাইফের জুটি রণবীর-আলিয়া।

বিজ্ঞাপন

ইতিমধ্যে ছবির দৃশ্যধারণের কাজ শেষ। জানা গেছে, ভারতের কাশী বিশ্বনাথ মন্দির, চিত সিং দুর্গ ও গঙ্গা নদীর তীরে।

ছবিতে অভিনয় প্রসঙ্গে নাগার্জুনা বলেন, পনেরো বছর আগের ‘লক কার্গিল’ নামে বলিউড ছবিতে অভিনয় করেছিলাম। ছবিতে আমার চরিত্রটি অনেক বড় ছিল। আমরা সবাই সেটে মজা করেছিলাম। তারও আগে ‘জখম’ ছবিতে অভিনয় করেছি। তখন আলিয়া ভাট খুব ছোট ছিলেন। ভাট সাহেবের সঙ্গে সেটে আসতেন। আজ তার সঙ্গে ছবিতে অভিনয় করছি। সময় বড্ড দ্রুত চলে যায়।

‘ব্রক্ষ্মাস্ত্র’ নাগার্জুনা