‘ন ডরাই’র সংলাপে আপত্তি সেন্সর বোর্ডের
২১ নভেম্বর ২০১৯ ১৪:২৯ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১৪:৫২
বাংলাদেশে প্রথমবারের মতো সার্ফিং নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির নাম ‘ন ডরাই’। ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন তানিম রহমান অংশু। আর চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখেছেন। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামালসহ আরও অনেকে।
এদিকে আজ (২১ নভেম্বর) ছবিটি সেন্সর বোর্ড সদস্যরা দেখেছেন। দেখার পর তারা ছবিটি ভালো বললেও সংলাপে কিছু আপত্তি জানিয়েছেন।
সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর সারাবাংলা ডটনেটকে বলেন, ‘ন ডরাই’ অসাধারণ একটি সিনেমা। কিন্তু ছবির সংলাপে আমাদের কিছু আপত্তি রয়েছে। এই ছবিটি নির্মিত হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। চট্টগ্রামের ভাষায় এমন কিছু সংলাপ ব্যবহার করা হয়েছে যা দেশের অন্যান্য জেলার লোকদের কাছে অশ্লীল, আপত্তিকর মনে হতে পারে। বিষয়টি এমন যে; এক দেশের বুলি, আরেক দেশের গালি।
তিনি আরও বলেন, আমরা ছবিটিতে এসব বিষয়ে সংশোধনী আনতে বলব। তারপর তারা যদি সংশোধন করেন তাহলে ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হবে।
একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে এ ছবির গল্প লেখা হয়েছে। গল্পটি গড়ে উঠেছে সত্য ঘটনা অবলম্বন করে। জানা গেছে, সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা।
ইতিমধ্যে ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। সার্ফিংয়ের মতো বিষয় নিয়ে সিনেমা বলেই মানুষের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।