শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা
১৮ নভেম্বর ২০১৯ ১৩:৪৫ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ১৩:৫৭
দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)—এর ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের একটি দল এই জরিমানা করেন।
রাজধানীর নিকেতনে রাজউক কর্তৃক অনুমোদিত নকশা না মেনে বাড়ি করায় তাকে জরিমানা করা হয়েছে। সারাবাংলা ডটনেটকে তথ্যটি নিশ্চিত করেছেন রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন।
মোহাম্মদ হোসেন সারাবাংলাকে বলেন, সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত নিকেতন এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খান ওরফে রানা’র বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন।