Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করতে সাইফকে ‘শর্ত’ দিয়েছিলেন কারিনা


১৭ নভেম্বর ২০১৯ ১১:৪০

সাইফ আলী খান ও কারিনা কাপুর

বলিউডে অনেক জুটি রয়েছে, আর তাদের দাম্পত্য নিয়ে ভক্তদের আগ্রহেরও অন্ত নেই। এমনই এক জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর। গেলো মঙ্গলবার এই দম্পতি তাদের সপ্তম বার্ষিকীও বেশ ঘটা করেই উদযাপন করলেন। আর তাতে বোঝাই গেলো ভালোবাসায় কোনও সীমা পরিসীমা নেই। এখানে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হচ্ছে বিশ্বাস।

‘তাশান’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই কারিনা-সাইফের ঘনিষ্ঠতা হয়। ছবিটি ব্যর্থ হয় বটে তবে তাদের বাস্তব ভালবাসা প্রস্ফুটিত হতে শুরু করে তখনই। আর তা বিয়ে পর্যন্ত গড়ায়। কিন্তু বিয়ের আগেই সাইফকে কিছু শর্ত দেন কারিনা কাপুর। সাইফ সেগুলো মেনে নিয়ে তবেই বিয়ের পিঁড়িতে বসেন। যার অন্যতম ছিলো- ‘আমি তোমার বউ হবো বটে, তবে যদ্দিন মন চায় বলিউডে কাজ করে যাবো’। আর কেবল মেনে নিলেই হবে না, তাতে সাইফকে সর্বাত্মক সহযোগিতাও করতে হবে, ছিলো কারিনার শর্ত।

বিজ্ঞাপন

সাইফ মেনে নেন। বিয়ে হলো ৭ অক্টোবর। ৩ ডিসেম্বর তাদের জীবনে নতুন অতিথি এলো। জন্ম হলো তৈমুরের। কিন্তু থেমে থাকেনি কারিনার বলিউডি যাত্রা। এখন তার নতুন ছবি আসছে। নাম ‘গুড নিউজ’। আর সাইফও ব্যস্ত সময় পার করছেন। তার ‘লাল কাপ্তান’ও আসছে শিগগিরই।

সারাবাংলা

কারিনা কাপুর সাইফ আলি খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর