Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ১৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ইতি তোমারই ঢাকা’


১৪ নভেম্বর ২০১৯ ১৩:৫২

বছরব্যাপী বিশ্বের প্রায় ২৫টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’।

গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয়। এরপর গেল এক বছর ধরে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

বিজ্ঞাপন

মুক্তি সামনে রেখে বুধবার সন্ধ্যায় বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ছবির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।

এছাড়াও উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ‘ইতি, তোমারই ঢাকা’র ক্রিয়েটিভ প্রোডিউসার আবু শাহেদ ইমন, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, ত্রপা মজুমদার, রওনাক হাসান, তিশা, শ্যামল মাওলা, স্পর্শিয়া, সুমি, মোস্তাফিজ নূর ইমরান, ইয়াশ রোহানসহ দেশের ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।

ছবিটি প্রদর্শনীর পর প্রত্যেকেই ‘ইতি, তোমারই ঢাকা’র ভূয়সী প্রশংসা করেন। এই ছবির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে নতুন ধারার উন্মেষ ঘটবে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য আগামিতে এই ছবি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন আগত অতিথিরা।

ঢাকা শহরের ১১টি গল্প নিয়ে ১১ জন নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। চলচ্চিত্রটিতে থাকছে ঢাকা শহরের এই সময়ের তরুণ-তরুণীদের নানাবিধ সংকটের গল্প। যে সংকটগুলোর মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত।

বিজ্ঞাপন

এই ১১টি চলচ্চিত্র নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

‘ইতি তোমারই ঢাকা’ বাংলাদেশে দ্বিতীয় অমনিবাস চলচ্চিত্র। এর আগে আমজাদ হোসেন, নুরুল হক বাচচু, রহিম নওয়াজ ও মুস্তাফা মেহমুদ মিলে ‘দুই ভাই’ নামে বাংলাদেশে প্রথম অমনিবাস চলচ্চিত্র নির্মাণ করেন।

যেসব সিনেমা হলে দেখা যাবে ‘ইতি তোমারই ঢাকা’—

ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় ‘ইতি তোমারই ঢাকা’ রাজধানীতে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), বলাকা, মধুমিতা, শ্যামলী সিনেমা হলে দেখা যাবে। আর ঢাকার বাইরে দেখা যাবে, সিলভার স্ক্রিন(চট্টগ্রাম), পূরবী(ময়মনসিংহ), নিহার(যশোর), চন্দ্রিমা(শ্রীপুর), বর্ষা(জয়দেবপুর), মম ইন(বগুড়া), শঙ্খ(খুলনা), শাপলা(রংপুর), রূপকথা(পাবনা), মডার্ন(দিনাজপুর) এবং বনলতা(ফরিদপুর)।

অমনিবাস চলচ্চিত্র ইতি তোমারই ঢাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর