সৌদি আরবে মুক্তি পাচ্ছে ‘বালা’
১৩ নভেম্বর ২০১৯ ১৪:২৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ ১৪:৩৬
আয়ুষ্মান খুরানার ছবি ‘বালা’ ইতিমধ্যে বলিউড বক্স অফিসে শক্ত অবস্থান করে নিয়েছে। এর পেছনে অবশ্য কারণও আছে। এই ছবির কাহিনীর সঙ্গে বাস্তবতার মিল রয়েছে। একজন মানুষের চুল পড়ে টাক হয়ে যাওয়া এবং পরবর্তীতে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ওপর ছবির গল্প বিস্তৃত হয়েছে।
ছবির এমন সাফল্যে কেন্দ্রিয় চরিত্রের অভিনেতা আয়ুষ্মান খুরানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহবা দিচ্ছেন অনুরাগীরা। আয়ুষ্মানও অত্যন্ত বিনয়ের সাথে ভক্তদের সেই বাহবা গ্রহণ করছেন।
এদিকে ভারতে সফলতার পর ‘বালা’ মুক্তি পেতে চলেছে সৌদি আরবে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, সৌদি আরবের সেন্সর বোর্ড ছবিটিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে ইতিমধ্যে। আগামী ১৪ নভেম্বর ছবিটি সেখানকার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এর মধ্য দিয়ে দ্বিতীয় ভারতীয় সিনেমা হিসেবে সৌদি আরবে মুক্তি পাচ্ছে ‘বালা’। এর আগে ২০১৮ সালে অক্ষয় কুমারের ছবি ‘গোল্ড’ মুক্তি পেয়েছিল সৌদিতে।