অভিমান ভাঙল প্রসেনজিতের
১১ নভেম্বর ২০১৯ ১৭:১৫ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৭:১৬
জমকালো আয়োজনের মধ্য দিয়ে গেল ৮ নভেম্বর (শুক্রবার) পর্দা উঠেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে টলিউড ও বলিউডের তারকারা উপস্থিত থাকলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসেননি।
বাতাসে গুঞ্জন ছিল, গত আগস্টে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার কারণে অভিমানে আসেননি বুম্বা দা। ধরেই নেওয়া হচ্ছিল, হয়ত এবার তাকে ফেস্টিভ্যাল প্রাঙ্গেণে দেখাই যাবে না।
কিন্তু সেসব কানাঘুষা মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারেনি। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ঠিকই চলচ্চিত্র উৎসবে এসেছেন প্রসেনজিৎ। রোববার (১০ নভেম্বর) নন্দনে গৌতম ঘোষের ছবি ‘রাহগির’ দেখতে চলে আসেন তিনি। এমনকি আজও বুদ্ধদেব দাশগুপ্তর ছবি দেখতে নন্দনে যাওয়ার কথা রয়েছে।
ছবি দেখা শেষে প্রসেনজিৎ একসাথে বসে চা পান করেছেন কমিটির বর্তমান চেয়ারম্যান পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। সেসময় আরও দুই পরিচালক বুদ্বদেব দাশগুপ্ত ও অরিন্দম শীলও উপস্থিত ছিলেন। তখন অরিন্দম শীলের সেলফি বন্দি হন তারা সকলে। পরে রাজ চক্রবর্তী তা টুইটারে প্রকাশ করেন।