Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হয়েছে নবম ‘ঢাকা লিট ফেস্ট’


৭ নভেম্বর ২০১৯ ১৩:৪৪

প্রতিবারের ন্যায় এবারও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ঢাকা লিট ফেস্ট’র। আজ (৭ নভেম্বর) বাংলা একাডেমি চত্বরে দেশি-বিদেশি সাহিত্যিকদের মিলনমেলার এই আসরের উদ্বোধন হয়। এবার নবমবারের মতো আয়োজিত হচ্ছে উৎসবটি।

‘ঢাকা লিট ফেস্ট’ উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী কে এম খালিদ। এসময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

উদ্বোধনের পর শুরুতেই ‘স্নিগ্ধ সাধু সংঘ’র সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন। চলে পৌনে ১০টা পর্যন্ত। আজকের সেশনে, মনিকা আলির ‘ফিকশন: রেজিসটেন্স অর রিফ্যুজ?’ শুরু হয় দুপুর ১২টায়।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সাবেক সংস্কৃতিমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরের ‘মেমোরেবল মোমেন্টস: মাই লাইফ ইন থিয়েটার’ সেশনটি অনুষ্ঠিত হবে।

এছাড়া, বিকেল ৪টায় জেমকন লিটেরারি অ্যাওয়ার্ডস জয়ীদের নাম ঘোষণা করার কথা রয়েছে। আজকের আয়োজন চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

সাহিত্য উৎসবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক অংশ নিচ্ছেন। দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ সমাজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা-পর্যালোচনার সুযোগ থাকছে জনসাধারণের জন্য।

ঢাকা লিট ফেস্ট আয়োজিত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায়। উৎসব চলবে ৯ নভেম্বর পর্যন্ত। আয়োজনের বিস্তারিত ডিএলএফ ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহীরা অনলাইন অথবা উৎসবস্থলের পাশে থাকা নির্ধারিত বুথে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

উদ্বোধন ঢাকা লিট ফেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর