Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার ‘রকারোলা’ কনসার্ট


৬ নভেম্বর ২০১৯ ১৭:০৩

বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের চর্চা দিনকে দিন কমে গেছে। এখন আর মানুষের মাঝে সেই উন্মাদনা নেই। তবে আশার কথা হলো, দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড সংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ম্যাক্সিমাস এন্টারটেইনমেন্ট।

চলতি মাসের ৮ নভেম্বর ‘রকারোলা’ নামে একটি কনসার্টের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি । অনুষ্ঠিতব্য কনসার্টের মাধ্যমে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল, আর্বোভাইরাস, পাওয়ারসার্জসহ ৮টি ব্যান্ড। কনসার্টে বাকি ব্যান্ডগুলোর মধ্যে মেকানিক্স, ট্রেইনরেক, ডট অন্যতম।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে আর্টসেল ব্যান্ডের লিড ভোকাল লিংকন ডি কস্তা বলেন, আমাদের দেশে ব্যান্ড সংগীতের সংস্কৃতি অনেক পুরনো। তরুণ শিল্পীদের অনুপ্রেরণা যোগানোর জন্যই গান করি আমরা। অনেকদিন পর রাজধানীতে এতগুলো ব্যান্ডকে নিয়ে কনসার্ট আয়োজন আমাদের সাহস দেয়। আশা করছি রকারোলায় শ্রোতাদের খুব ভালো সময় উপহার দিতে পারব।

আয়োজকসূত্রে জানা গেছে, রাজধানীর যমুনা ফিউচার পার্কের হ্যালোইন হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে। কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই শ’ টাকা।

কনসার্ট রকারোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর