Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিওর রোমান্টিক’ নিয়ে আসছেন রাজ


৫ নভেম্বর ২০১৯ ১৫:২৯ | আপডেট: ৫ নভেম্বর ২০১৯ ১৫:৩১

নতুন সিনেমা নির্মাণে হাত দিচ্ছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এখন চলছে ছবির প্রাক প্রস্তুতি কাজ। তথ্যটি নিশ্চিত করেছেন রাজ নিজেই। তবে ছবির নাম বা অভিনয়শিল্পীদের ব্যাপারে মুখে কুলুপ এঁটে আছেন তিনি। জানালেন, এখনই সবকিছু খোলাসা করতে চান না।

সারাবাংলাকে রাজ বলেন, এবার আমি গতানুগতিক ধারার সিনো নির্মাণ করতে যাচ্ছি। ‘পিওর রোমান্টিক’ সিনেমা হবে সেটি। ছবির ট্যাগ লাইন দিয়েছি ‘অ্যা রিপিটেড লাভ স্টোরি’।

বিজ্ঞাপন

এমন ট্যাগ লাইন প্রসঙ্গে তিনি বলেন, ভালোবাসার গল্পগুলো কোনো না কোনোভাবে মানুষের পরিচিত। সবার জানা। এই জানা গল্প নিয়ে একটু ভিন্নধর্মী সিনেমা নির্মাণ করতে চাই।

রাজা জানান, এখন ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। সিনেমার অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত না হলেও পরিচিত মুখ নেবেন প্রধান চরিত্রে। তবে তারা আগে সিনেমায় অভিনয় করেননি। ডিসেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

এর আগে রাজ পাঁচটি সিনেমা পরিচালনা করেছেন। তার সবশেষ মুক্তি পাওয়া সিনেমার নাম ‘যদি একদিন’। এতে অভিনয় করেছিলেন তাহসান, শ্রাবন্তী ও তাসকিন রহমান।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর