Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইজানের মুখোমুখি খিলাড়ি


৩ নভেম্বর ২০১৯ ১৮:৫৭

দিওয়ালীতে শাহরুখ খানের ছবি আর ঈদে সালমানের- বলিউডে এ যেন অলিখিত রীতি। কিন্তু গেলো দিওয়ালিতে শাহরুখ খানের কোনও ছবি মুক্তি পায়নি। ‘জিরো’ ছবির হতাশাজনক ফলাফলের পর নতুন ছবি হাত নেওয়া বন্ধ রেখেছেন শাহরুখ।
ওদিকে সালমানকে নিয়ে সঞ্জয় লীলা বানসালীর ‘ইনশাল্লাহ’-র প্ল্যান ভেস্তে যাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন সালমানের  অনুরাগীরাও। তবে কি ঈদে ভাইজানের কোনও ছবি আসছে না?

ভক্তদের চিন্তার অবসান হয়েছে। ভক্তদের নিরাশ করেননি ভাইজান। জানা গেছে ঈদে মুক্তি পাচ্ছে সালমান অভিনীত ছবি ‘রাঁধে’। তবে ভাইজানের ছবি নিয়ে চিন্তার অবসান হলেও যোগ হয়েছে নতুন চিন্তা। কারন ঈদেই মুক্তি পাচ্ছে বলিউডের আরেক সুপারস্টার অক্ষয় কুমারের ছবি ‘লক্ষ্মী বোম্ব’। একদিনে সালমান আরেকদিকে অক্ষয় কুমার। ঈদে মুখোমুখি হচ্ছেন বলিউডের বড় দুই মুখ।

বিজ্ঞাপন

‘লক্ষ্মী বোম্ব’ না কি ‘রাধে’—বক্স অফিস কার দখলে যাবে অবশ্য সময়ই বলবে। আর সময়টা হচ্ছে ২২ মে, ২০২০। ওই দিনই মুক্তি পাবে ছবি দু’টি।

অক্ষয় কুমার ঈদ বলিউড মুখোমুখি সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর