Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাদশাহকে খলিফার শুভেচ্ছা!


৩ নভেম্বর ২০১৯ ১৭:২২ | আপডেট: ৩ নভেম্বর ২০১৯ ১৭:২৫

বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল (০২ নভেম্বর) ৫৫ তে পা দিলেন বিশ্ব জুড়েই জনপ্রিয় এই নায়ক।

শাহরুখ খানের জন্মদিন। আর তা নিয়ে মাতামাতি হবে না তা কি হয়! পুরো বলিউড তো বটেই শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের তাবড় বড় বড় তারকারাও।
আর শুধু রূপালী পর্দার তারকারাই না। শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছো জানিয়েছে তারকা হোটেলও। জন্মদিনের রাতে দুবাইয়ের বিখ্যাত হোটেল বুর্জ খালিফার গায়ে ফুটে উঠেছে শাহরুখ খানের নাম। আলোর সাহায্যে লেখা হয়েছে হ্যাপি বার্থ ডে শাহরুখ খান।

বিজ্ঞাপন

দুবাইয়ের কথা উঠলেই যে ক’টি ভবনের নাম সবার আগে সামনে আসে তার মধ্যে অন্যতম বুর্জ খালিফা। প্রায় ৮৩০ মিটার উঁচু এই বিল্ডিংটি দুবাইয়ের অন্যতম ল্যান্ডমার্ক। সেই বিল্ডিং জুড়ে এবার জন্মদিনের শুভেচ্ছা জানানো হলো শাহরুখ খানকে। শুভেচ্ছার সেই দৃশ্য অনেকেই ভিডিও করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বুর্জ খালিফার গায়ে একে একে ফুটে উঠছে, হ্যাপি বার্থ ডে টু দ্য কিং অব বলিউড শাহরুখ খান।

ভিডিও শাহরুখ খানও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।। বুর্জ খালিফার এই উদ্যোগে যে তিনি আপ্লুত তাও জানাতে ভোলেননি শাহরুখ।

ভিডিও দেখুন:

জন্মদিন বুর্জ খলিফা শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর