সোনমের সাদাকালো ভালোবাসা
১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৭ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২১
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
শিগগিরই বিয়ে। প্রেমটা তাই চুটিয়েই করছেন সোনম কাপুর। লন্ডনে প্রিয়তম আনন্দ আহুজার সঙ্গে ভালোবাসার দিনটি কাটাচ্ছেন সোনম। রূপকথার মতই তাদের প্রেম কাহিনী।
১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে ইন্সটাগ্রামে সাদাকালো ছবি পোস্ট করেছেন সোনম। ভক্তদের জানিয়েছেন ভালোবাসার কথা। নিজের মনের কথাও শেয়ার করেছেন সবার সঙ্গে।
ছবিতে দেখা যাচ্ছে, লন্ডনের কোনো এক স্নো-ফিল্ডে হেঁটে যাচ্ছেন সোনম ও আনন্দ। প্রচন্ড ঠান্ডা, তাই দুজনেই পরেছেন ওভারকোট। তবে, এই যুগলের মুখ দেখা যাচ্ছে না ছবিতে। হেঁটে যাওয়ার সময় পেছন থেকে তোলা হয়েছে ছবিটি।
ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করে সোনম লিখেছেন, ‘শয়তানকে জয় করেছি একটি ছোট্ট জিনিস দিয়ে, তার নাম ভালোবাসা- বব মার্লে। হ্যাপি ভ্যালেনটাইনস ডে। সবারই, ভালোবাসার ও ভালোবাসা পাওয়া জরুরি।’
এই স্ট্যাটাস দেয়ার সাথে সাথেই আনন্দ আহুজা মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘যেখানে ভালোবাসা আছে, সেখানে ভয়ও আছে। কিন্তু এখানে আমার কোনো ভয় নেই শুধু তোমার জন্য সোনম কাপুর।’
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সোনম পেয়েছেন অনেকগুলো লাল গোলাপ। ভালোবাসার প্রতীক সেই লাল গোলাপ সোনমকে দিয়েছে আনন্দ আহুজা। সেই ফুলের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে সোনম লিখেছেন, ‘প্রিয় আনন্দ আহুজা। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মেয়ে। ধন্যবাদ।’
সারাবাংলা/পিএ/টিএস