Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিং খানের ৫৪তম জন্মদিন


২ নভেম্বর ২০১৯ ১২:২৭ | আপডেট: ২ নভেম্বর ২০১৯ ১৬:৫৪

বলিউড ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা শাহরুখ খান। সব বয়সী দর্শকের কাছে তিনি সমান জনপ্রিয়। এই জনপ্রিয়তার কারণে তিনি পেয়েছেন ‘বলিউড বাদশা’র খেতাব। আজ ২ নভেম্বর শাহরুখ খানের ৫৪ তম জন্মদিন। ভারতের দিল্লিতে এক মুসলিম পরিবারে ১৯৬৫ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

অভিনেতা হিসেবে কিং খানের পথচলার শুরু ১৯৮৯ সাল থেকে। ‘ফৌজি’ টিভি সিরিজ দিয়ে শুরু হওয়া এই যাত্রায় আরও কয়েকটি টিভি ধারাবাহিক তার শুরুর দিকের অভিজ্ঞতার খাতায় যুক্ত হয়।

বিজ্ঞাপন

হাত নেড়ে এভাবেই ভক্তদের সাথে জন্মদিন পালন করেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত


বলিউডে তার অভিষেক ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির হাত ধরে। আর তাতেই কেল্লা ফতেহ! এ ছবিতে তার দুর্দান্ত কাজের জন্য অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। ‘চমৎকার, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’এর মতো ছবিতে অভিনয় করে সকলের নজর কাড়েন তিনি। ঠিক তার পরের বছরই ‘ডর’ ও ‘বাজিগর’ ছবিতে নিজের অভিনয়ের জাদু দিয়ে সবাইকে মুগ্ধ করে ঘর করে নেন দর্শকের মনে, পৌঁছে যান সাফল্যের চূড়ায়।

শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে ভক্তদের ভীড়। ছবি: সংগৃহীত


তার অভিনয়ের খ্যাতি আরও বাড়তে থাকে যশরাজ ফিল্মসের ছবিতে ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট ছবি দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান শাহরুখ।

এদিকে শাহরুখ খানের জন্মদিন সামনে রেখে নভেম্বরের পয়লা তারিখ থেকেই মুম্বাইতে তার ভক্তরা প্রস্তুতি নিতে শুরু করে। ওই দিন সন্ধ্যা থেকে কিং খানের বাড়ির সামনে ভক্তরা ভিড় জমিয়েছিলেন। রাত ১২টা ১ মিনিট বাজতেই ভক্তরা ‘হ্যাপি বার্থ ডে কিং খান’ বলে সুর তোলেন। শাহরুখ খানও প্রতিবারের মতোই এবারও মান্নাতের বাইরে এসে ভক্তদের সাথে জন্মদিন পালন করেন।

বিজ্ঞাপন

পরিচিত গালে টোল ফেলা হাসি, সেই একই কায়দায় সকলের দিকে হাত নাড়া, বছর বছর এই একই ছবি দেখলেও একটুও পুরনো লাগে না। ৫৪ বছরে এসেও শাহরুখ বুঝিয়ে দিলেন তিনিই বলিউডের বেতাজ বাদশা। বয়স কেবল সংখ্যাতেই বেড়েছে। স্টারডমে এক চিলতেও ভাঁটা পড়েনি। বরং ৫০ পেরোনোর পর থেকে উন্মাদনা বেড়েছে তাকে নিয়ে। হবে নাই বা কেন! তিনি যে কিং খান।

জন্মদিন শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর