Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরে ফ্লোরে গড়াচ্ছে সালমান খানের ‘রাঁধে’


৩১ অক্টোবর ২০১৯ ১৩:৪১

সঞ্জয়লীলা বানসালির সিনেমা ‘ইনশাআল্লাহ’র পরিকল্পনা ভেস্তে যায় শুরুতেই। তারপর গুঞ্জন ওঠে, তাহলে কি ভাইজান ঈদে আসবেন না! কিন্তু সালমান সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ঘোষণা দেন, ২০২০ সালের ঈদুল ফিতরে ‘রাঁধে’ নিয়ে পর্দায় হাজির হবেন।

এক মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে সালমান খান নিজেই নতুন ছবির ঘোষণা দেন। তারপর তার অনুরাগীরা স্বস্তির নিশ্বাস ফেললেও ছবির শুটিং শুরুর খবর শুনতে অপেক্ষায় ছিলেন।

বিজ্ঞাপন

সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, আসছে নভেম্বর মাসের ৪ তারিখ শুরু হয়ে যাবে কাঙ্ক্ষিত ‘রাঁধে’ ছবির দৃশ্যধারণের কাজ। মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে শুরু হবে শুটিং।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, এক সপ্তাহ শুটিংয়ের পর সালমান খান মুক্তিপ্রতীক্ষিত ‘দাবাং থ্রি’ ছবির প্রচারণায় নামবেন। প্রচারণার পর তিনি দেশের বাইরে উড়াল দেবেন ‘রাঁধে’ ছবির গানের শুটিংয়ের জন্য।

ছবিটি পরিচালনা করবেন প্রভুদেবা। এই ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো একসাথে কাজ করছেন তারা দু’জন। এসকে ফিল্মসের ব্যানারে যৌথভাবে ‘রাধে’ প্রযোজনা করবেন সোহেল খান ও রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট।

কোরিয়ান সিনেমা ‘দ্য আউটলজ’ সিনেমার হিন্দি সংস্করণ হচ্ছে ‘রাঁধে’। কোরিয়ায় ছবিটি মুক্তি পায় ২০০৭ সালে। ‘দাবাং’য়ের মতো এই ছবিতেও এক দুর্ধর্ষ পুলিশ অফিসারের চরিত্রে।

দাবাং প্রভুদেবা রাধে সালমান খান

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর