Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাউজফুলের ব্যবসা ফুল!


৩০ অক্টোবর ২০১৯ ১১:৩০

দারুণ ব্যবসা করছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘হাউজফুল ফোর’। পাঁচ দিনের মাথায় ছবিটির আয় ঠেকেছে ১০৪ কোটি রুপি। যার মাধ্যমে ছবিটি বনেদি ১০০ কোটির ক্লাবে ঢুকে গেলো। বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ছবিটি মঙ্গলবার (৫ম দিন) আনুমানিক ২৪ কোটি রুপি আয় করেছে এবং তার আগের দুই দিনে ছবিটি আয় করেছে ৫৮ ​​কোটি রুপি।

মুক্তির প্রথম দিনে ছবিটির আয় ছিল ১৯ কোটি রুপির কিছু বেশি। দ্বিতীয় দিনে ব্যবসা কিছুটা কমে ১৮ কোটিতে এলে প্রযোজকের কপালে কিছুটা ভাঁজ পড়ে। তবে তৃতীয় দিনে আবার ব্যবসার গতি বেড়ে যায়।

বিজ্ঞাপন

এদিকে ছবির সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের ধন্যবাদ দিয়েছেন অক্ষয় কুমার। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন,  আমাদের ভালোবাসার জন্য এবং আমার সঙ্গে হাসার জন্য ধন্যবাদ। আপনাদের ভালবাসার কারণেই আমরা আজ এখানে।

হাউজফুল ফোর ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, রিতেশ দেশমুখ, কৃতি স্যানন।

১০০ কোটি অক্ষয় কুমার কৃতি স্যানন ববি দেওল ব্যবসা রিতেশ দেশমুখ হাউজফুল ফোর

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর