Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুলনার ভয়ে অনাগ্রহী অভিনয়ে


২৯ অক্টোবর ২০১৯ ১২:১৬

বাবা বলিউডের সুপারস্টার। তার ছেলে বলিউডে আসবেন এমনটা ভেবে নেওয়া অস্বাভাবিক না। এ নিয়ে চর্চাও হয়েছে বেশ। সে সময় শোনা গিয়েছিলো শাহরুখ পুত্র আরিয়ান অভিনয়ে আসবেন। কিন্তু সেই খবর বাতিল করে দিলেন শাহরুখ খান। ডেভিড লেটারম্যানের জনপ্রিয় টক শো ‘মাই নেক্সট গেস্ট’ অনুষ্ঠানে শাহরুখ জানালেন নতুন খবর। বললেন আমেরিকায় ফিল্ম সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করলেও, অভিনয়ের প্রতি তার আগ্রহ নেই।

বিজ্ঞাপন

এক সময় আগ্রহী হয়েও কেন মত বদলালেন আরিয়ান? তার উত্তরও দিয়েছেন শাহরুখ। ‘আমার ছেলে অভিনয় করবে, এটা মনে করা স্বাভাবিক। কিন্তু আরিয়ান জানিয়েছে, ও অভিনয় করতে চায় না। কারণ তাতে অবধারিতভাবে আমার সঙ্গে তুলনা চলে আসবে। যদি ভাল কাজ করে, তা হলে সবাই বলবে, শাহরুখ খানের ছেলে বলে কথা। যদি খারাপ করে তখন বলবে, বাবা কী ছিল আর ছেলে কী হয়েছে!’ এর চেয়ে অভিনয় থেকে দূরে থাকাই ভাল মনে করছে আরিয়ান।’

সুপারস্টার বাবার সন্তানদের চাপে ভেঙ্গে পড়ার ইতিহাস নতুন নয়। অভিষেক বচ্চন সেভাবে সফল হননি। জিতেন্দ্রর ছেলে তুষার কাপুর ব্যর্থ। ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো। ফিরোজ খানের ছেলে ফারদিন খানও বেশি দিন টিকতে পারেননি বলিউডে। শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলী খানকেও খুঁজে পাওয়া যায়না।

বলিউডের সফল বাবা-মায়ের ব্যর্থ সন্তানের তালিকা অনেক দীর্ঘ।।

আরিয়ান খান বলিউড শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর