Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক কাটিয়ে ১৪ বছর পর মাহির জন্মদিন পালন


২৮ অক্টোবর ২০১৯ ১৬:৫১

২৭ অক্টোবর ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন। দিনটি উপলক্ষে তিনি তার ভক্তদের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। আর এর মাধ্যমে দীর্ঘ এক যুগের বেশি সময় পরে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করলেন মাহি। মূলত স্কুল জীবনের বান্ধবী রূপালীর মৃত্যু শোকে এতদিন জন্মদিন পালন করতেন না মাহি।

‘আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পরি। আজ থেকে ১৪-১৫ আগের ঘটনা হবে। আমার সবচেয়ে কাছের বন্ধু রুপালী, যাকে আমি রূপা বলে ডাকতাম সে মারা যায় আমার জন্মদিনের দিন। অথচ সেদিন আমার সাথে তার কেক কাটার কথা ছিলো। এরপর থেকে আমি আনুষ্ঠানিকভাবে আর জন্মদিন পালন করতাম না’— বলেন মাহি।

বিজ্ঞাপন

মাহি আরও বলেন, ‘ওই সময় আমাদের বার্ষিক পরীক্ষা চলছিলো, খুব সম্ভবত। আমি সবসময় ওর থেকে দেখে দেখে পরীক্ষা দিতাম। ব্যাপারটা এমন ছিলো ও না দেখালে আমি পরের ক্লাশে উঠবো না। যেকোনো কারণেই হোক তার সাথে আমার ঝগড়া হয় জন্মদিনের আগের দিন। রাতে সে ফোনের পর দিচ্ছিলো— আমার নাম্বার, আম্মুর নাম্বারে। আমি ধরছিলাম না।’
মাহি এক নাগাড়ে বলে যান, ‘পরদিন সকালে পরীক্ষার হলে আমি আধা ঘণ্টা আগে যাই। গিয়ে দেখি রূপা আসেনি। সাধারণত সে এসে আমার জন্য সিট রাখতো। অথচ সেদিন সে তখনও আসেনি। পরীক্ষার এক ঘণ্টা পর খবর পেলাম ও নাকি মারা গেছে। পরীক্ষা রেখে ওর বাসায় ছুটে যাই আমি।’
‘আমি তখনও বিশ্বাস করিনি ও মারা গেছে। যদি জানতাম সে আমার সাথে কেক কাটতে চেয়েছিলো। তাহলে আমি তার ফোন ধরতাম। সে নাকি বাবা-মা’র সাথে অন্য কারণে রাগ করে আত্মহত্যা করেছিলো। বিশ্বাস করেন এরপর থেকে যতবারই কেক কাটতে চেয়েছি আমার মনে হয়ে ও তো আমার জন্য কেক নিয়ে অপেক্ষা করছে’— আশ্রুসজল চোখে বলেন মাহি।

বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যায় উত্তরার একটি রেস্টুরেন্টে মাহির ভক্তরা তাকে প্রায় ১৪ বছরের এ কষ্ট থেকে বের করে আনার চেষ্টা করেছেন। এ নিয়ে মাহি বলেন, ‘আমার ভক্ত না এরা, এরা আমার ছোট ছোট বাচ্চাকাচ্চা, যারা কিছুই না বুঝে আমার জন্য এমন আয়োজন করেছে। সত্যিই আমি অবাক হয়েছি। এই বাচ্চা-কাচ্চাগুলোই আমার অনুপ্রেরণা। এদের জন্য আরও নতুন নতুন কাজ করতে সাহস যোগাবে।’

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে মাহিয়া মাহির চলচ্চিত্রে আগমন ঘটে। তার হাতে বর্তমানে রয়েছে ‘আনন্দ অশ্রু’ ও ‘স্বপ্নবাজি’ সিনেমা দুটি।

জন্মদিন মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর