৩০ অক্টোবর শপথ নেবে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি
২৮ অক্টোবর ২০১৯ ১৩:৩৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৩:৩৮
উত্তেজনা–উৎকণ্ঠা সঙ্গী করে গেলো ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারাণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। নির্বাচনে সভাপতি পদে লড়া মৌসুমীসহ স্বতন্ত্রী প্রার্থী হয়ে নির্বাচন করা কেউ জিততে পারেননি।
নতুন নির্বাচিত কমিটির শপথ চলতি অক্টোবর মাসের ৩০ তারিখ অনুষ্ঠিত হবে। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন মিশা সওদাগর।
এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে সকাল ১১টায় দুই বছরের জন্য শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।
এদিকে নির্বাচনে মৌসুমী পরাজিত হলেও তাকে নিয়ে শিল্পী সমিতির নতুন কমিটি কাজ করতে চায়। তাকে রাখার হবে বিশেষ কমিটিতে। তিনি ছাড়াও বাকি পরাজিত সদস্যদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন নব নির্বাচিত সভাপতি মিশা সওদাগর।
অন্যদিকে নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ এনেছেন মৌসুমী সমর্থকরা। টাকার বিনিময়ে ভোট কেনা-বেচা হয়েছে বলে অভিযোগ তাদের।
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ১৮টি পদে ২৭ জন প্রার্থী নির্বাচন কররছেন। এবার নির্বাচনে ৪৪৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন।