বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়ার ‘কণ্ঠ’
২৭ অক্টোবর ২০১৯ ১৪:০৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ১৪:৫০
জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘কণ্ঠ’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। বিনিময়ে কলকাতায় যাচ্ছে জয়ারই বাংলাদেশি সিনেমা ‘খাঁচা’। আসছে নভেম্বর মাসে ‘কণ্ঠ’ মুক্তি পাবে বলে জানিয়েছে ছবির আমদানিকারক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
চলতি বছরের ১০ মে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল ‘কণ্ঠ’। শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ছবিটি সেখানে ব্যাপক সাড়া ফেলে। এমনকি বলিউড তারকারাও ছবিটির প্রশংসা করেছেন।
সিনেমার মূল চরিত্র অর্জুন আদতে একজন কণ্ঠশিল্পী ও রেডিও জকি। একদিন হঠাৎ কর্কট রোগে আক্রান্ত হন তিনি। এই রোগে আক্রান্ত হয়ে অর্জুন বাকশক্তি হারান।
ছবিতে অর্জুন চরিত্রে অভিনয় করেছেন ছবির অন্যতম পরিচালক শিব প্রসাদ। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন পাওলি দাম।
অন্যদিকে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ সিনেমাটি মুক্তি পায় ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর। প্রখ্যাত কথাশিল্পী হাসান আজিজুল হক রচিত ‘খাঁচা’ অবলম্বনে নির্মিত হয়েছিল ছবিটি। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে।