Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছে ‘পাড়ি–দ্য রিভার’


২৬ অক্টোবর ২০১৯ ১৮:১১

যুক্তরাষ্ট্রে আগামী ৭ থেকে ১০ নভেম্বর আমেরিকার আর্লিংটনের ঐতিহ্যবাহী ক্যাপিটাল থিয়েটারে বসবে ‘আর্লিংটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’— এর নবম আসরে।

এই আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে শাহাদাত রাসএল পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাড়ি–দ্য রিভার’। এটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে কেন্দ্রিয় দুই চরিত্রে অভিনয় করেছেন আশিষ খন্দকার ও জ্যোতিকা জ্যোতি।

বিজ্ঞাপন

শাহাদাত রাসএল বলেন, ভালো লাগছে যে, আমার চলচ্চিত্রটি ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারছে। আমি আশা করছি দেশের জন্য ভালো ফলাফল বয়ে আনবে চলচ্চিত্রটি।

আর্লিংটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’— এর শেষদিন স্থানীয় সময় ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে জুনায়েদ আহমেদ ও অর্নব দাস প্রযোজিত ও বোহেমিয়ান ব্রাদার্স স্টুডিও পরিবেশিত ‘পাড়ি- দ্য রিভার’। আসরে বাংলাদেশের চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করবে।

পাড়ি–দ্য রিভার শাহাদাত রাসএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর