Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যামাজান প্রাইমে প্রথম বাংলাদেশি টেলিছবি


২৬ অক্টোবর ২০১৯ ১৭:৪৯

প্রথমবারের মতো বাংলাদেশি টেলিছবি ‘মনে প্রাণে’দেখা যাবে বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট অ্যামাজান প্রাইমে। এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। টেলিছবিটির চিত্রনাট্য করেছেন জাফরিন সাদিয়া। এতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন ও মৌসুমী হামিদ।

রুবেল হাসান বলেন, এটা আমার জন্য বড় প্রাপ্তি। বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইটে আমার টেলিছবি জায়গা পেয়েছে, এটা ভাবতেই ভালো লাগছে। আমি মনে করি দেশের নাটক–টেলিছবি বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় মাধ্যম। সেই মাধ্যমে আমার কাজটি যুক্ত হওয়ায় গর্ব হচ্ছে।

বিজ্ঞাপন

টেলিছবিটির প্রযোজক ও চিত্রনাট্যকার জাফরীন সাদিয়া বলেন, খুব শিগগিরই আমাদের অনেক কাজ অ্যামাজন ও নেটফ্লিক্সের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নাটক-সিনেমাও এগিয়ে যাবে এভাবে। বিশ্বব্যাপী দর্শকরা আমাদের নাটক–সিনেমাগুলো যেন দেখতে পারেন সে চেষ্টাই করব ভবিষ্যতে।

অ্যামাজন প্রাইম টেলিছবি মনেপ্রাণে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর