নির্মাতা-অভিনেতা হুমায়ূন সাধুর মৃত্যু, ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া
২৫ অক্টোবর ২০১৯ ১২:২৮ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ১৫:৪৮
জীবন যুদ্ধে হেরে গেলেন নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী বলেন, বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় সেখানে তার পরিবারের সদস্যরা ছিলেন।
গত রোববার (২০ অক্টোবর) রাতে দ্বিতীয় দফা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
এর আগে গেল মাসের শেষ দিকে (২৯ সেপ্টেম্বর) হুমায়ূন সাধু প্রথম দফা ব্রেইন স্ট্রোক আক্রান্ত হন। সেসময় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
হুমায়ূন সাধুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহশিল্পীরা কষ্টমিশ্রিত মনের অনুভূতি লিখছেন। তারা যেন সাধুর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না।
এদিকে আজ বাদ জুমআ তেজগাঁওস্থ রহিম মেটাল মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে পার্শ্ববর্তী কবরস্থানে সমাহিত করা হবে।