Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় সুস্মিতা সেন


২৩ অক্টোবর ২০১৯ ১৪:০৭

প্রথমবারের মতো আয়োজিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্ব পালন করবেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

সেজন্য ২৩ অক্টোবর ঢাকায় পা রেখেছেন বলিউড তারকা ও ১৯৯৪ সালের মিস ইউনিভার্স খেতাব জয়ী  সুস্মিতা সেন। বেলা ১২টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন আয়োজনের জনসংযোগ কর্মকর্তা মাসুদ হাসান।

সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’—এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সুস্মিতা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। সেরা দশ প্রতিযোগী আজকের এই চূড়ান্ত পর্বে অংশ নেবেন।

বিচারক হিসেবে আরও থাকবেন সঙ্গীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। মঞ্চে প্রতিযোগীরা বেশ কিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন।

প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন, তিনি অংশ নেবেন মিস ইউনিভার্স প্রতিযোগিতা মূল আসরে। চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে সুন্দরী প্রতিযোগিতার এই আসর।

টপ নিউজ মিস ইউনিভার্স বাংলাদেশ সুস্মিতা সেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর