সুম্মিতা আনিসের ‘তোমার আকাশ’
১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০১
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের নতুন গান ‘তোমার আকাশ’। ১২ ফেব্রুয়ারি একটি প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়।
রাজধানীর বেইলি রোডের এক রেস্তোরায় গানটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াজিশ আলী খান, মানাম আহমেদ, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, কৌশিক শংকর দাশসহ আরও অনেকে।
গানটি প্রসঙ্গে সুস্মিতা আনিস বলেন, ‘এক তরুণীর মনের স্বপ্ন, ভালো লাগা আর ভালোবাসাকে গানটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের শ্রম সার্থক হবে যদি গানটি সবার পছন্দ হয়।’
সোহেল আরমানের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। অভিনয় করেছেন মডেল তানজিন তিশা ও নেপালের মডেল নারায়ণ ধাকাল । ‘তোমার আকাশ’ গানটির দৃশ্যধারণ করা হয়েছে নেপালে।
সারাবাংলা/টিএস/পিএ