১৯ দিনে ৩০০ কোটি!
২১ অক্টোবর ২০১৯ ১২:৩৯ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ১৩:৩০
১৯ দিনে ৩০০ কোটি রুপি ব্যবসা করে রেকর্ড গড়লো হৃত্বিক রোশন আর টাইগার শ্রফ অভিনীত ছবি ‘ওয়ার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ বলিউডের প্রথম ছবি যা ২০১৯ সালে ৩০০ কোটি রুপি ব্যবসা করলো। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে ওয়ারের এই সাফল্য নিশ্চিত করেছেন।
তরণ লিখেছেন, ২০১৯ বলিউডের জন্য দুর্দান্ত একটি বছর। ওয়ার—এর সাফল্য বছরটিকে আরও সাফল্যমণ্ডিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
‘ওয়ার’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বলিউডের বনেদি ইয়াশ রাজ ফিল্মস। ছবির শতকোটি রুপি ব্যবসা তাদের জন্য ডাল-ভাতের ব্যাপার। তবে তরণ জানিয়েছেন, ওয়ার হচ্ছে ইয়াশ রাজের পাঁচ নম্বর ছবি যেটি তিনদিনের মধ্যে শতকোটির ঘরে ঢুকেছে। ছবির বাজেট ছিল ২০০ কোটি রুপি। এর মধ্যে ১৮০ কোটি রুপি প্রোডাকশন খরচ, আর বাকি ২০ কোটি রুপি প্রচারনা ব্যয়।
‘ওয়ার’ ছবিতে হৃতিক রোশন ভারতের একজন গুপ্তচর। আর তিনি নাম লিখিয়েছেন শত্রু শিবিরে। হৃতিককে কীভাবে রুখবে তারই শিষ্য টাইগার—এটা নিয়ে এগিয়েছে ছবির গল্প।