কৌশলী সালমান খান
১৯ অক্টোবর ২০১৯ ১৬:৩৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ১৬:৪৭
ভক্তদের কিভাবে নখদর্পনে রাখতে হয়, সেটা সালমান খান বেশ ভালোভাবেই জানেন। আর জানেন বলেই ভক্তদের সামনে একের ভেতর দুই নিয়ে হাজির হয়েছেন তিনি।
আসছে ডিসেম্বরের ২০ তারিখে মুক্তি পাচ্ছে ভাইজান অভিনীত ‘দাবাং থ্রি’ সিনেমাটি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। প্রথম দুই কিস্তি মুক্তির আকাশসম সফলতা পাওয়ার পর তৃতীয় কিস্তি নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী।
আরও পড়ুনঃ ভিডিওতে নবনীতার নতুন গান
এদিকে ‘রাধে’ নামে আরও একটি ছবিতে অভিনয় করতে চলেছেন সালমান খান। আগামী বছর ঈদে ছবিটি মুক্তি পাবে। এই ছবিটি নিয়েই সালমান ভক্তদের মাঝে দেখা দিয়েছে উত্তেজনা।
এই দুই প্রতীক্ষিত সিনেমার সাথে ভক্তদের আরও বেশি সংযুক্ত করতে কিছুটা কৌশলী হলেন সালমান খান। এক মিনিট ৬ সেকেন্ডের একটি মোশন টিজারে তিনি দুটি ছবির অ্যাকশন দৃশ্যের স্থিরচিত্র দেখিয়েছেন। ‘দাবাং’ ও ‘রাধে’ দুটি ছবিই পরিচালনা করবেন প্রভুদেবা।
এদিকে সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ ছবিতে অভিনয় করার কথা ছিল সালমান খানের, যেটি ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। পরবর্তীতে ছবিটি থেকে সালমান খান সরে যান। কিন্তু ঈদ মানে তো সালমান খান। তাই ‘রাধে’ ছবি নিয়ে তিনি হাজির হবেন ভক্তদের সামনে।
আরও পড়ুনঃ
. বিধ্বস্ত সাইফ আলী খানের লাল কাপ্তান
. সিনেমায় এক হবে দুই বাংলা, আশাবাদী দুই বাংলার তারকারা