হাসপাতাল ছেড়েছেন অমিতাভ
১৯ অক্টোবর ২০১৯ ১১:৫৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ১৪:৪৫
হাসপাতাল ছেড়েছেন বলিউডের শাহেনশাহ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল ছেড়ে বাড়িতে ফেরেন তিনি। অমিতাভের বাড়ি ফেরার ছবি ধরা পড়েছে সাংবাদিকদের ক্যামেরায়। ছবিতে লাল সাদা জ্যাকেট আর মাথায় টুপি পরা অমিতাভকে স্ত্রী জয়া বচ্চন আর ছেলে অভিষেকের সাথে গাড়িতে দেখা গেছে।
এর আগে গেলো মঙ্গলবার রাত থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল অমিতাভ বচ্চনকে। যকৃতের সমস্যায় ভুগছিলেন বলিউডের এই মেগাস্টার। অমিতাভ নিজেই বলেছিলেন তার যকৃতের মাত্র ২৫ শতাংশ কাজ করছে।
অমিতাভকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন করা হয়। নানাবতী হাসপাতালের বিশেষ একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হয় অমিতাভ বচ্চনকে। যেখানে নির্ধারিত চিকিৎসক, নার্স আর পরিবারের সদস্যরা ছাড়া কারও প্রবেশাধিকার ছিল না।
আরও পড়ুনঃ রাকেশ রোশানই পরিচালনা করবেন ‘কৃশ ৪’
হাসপাতালে ভর্তি থাকলেও বরাবরের মতোই সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন অমিতাভ। হাসপাতালে থাকাকালীন সময়ে পুরনো স্মৃতি রোমন্থন করে বিভিন্ন পোস্ট দিয়েছেন তিনি। স্ত্রী জয়াকে পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী বলেছেন। তাঁর জন্মদিনে বাড়ির বাইরে ভিড় করা ভক্তদের ছবি পোস্ট করে আবেগাপ্লুত হয়েছেন। মাত্রই, গেলো ১১ অক্টোবর নিজের ৭৭তম জন্মদিন পাল করেছেন অমিতাভ। পোস্টের তালিকা থেকে বাদ যায়নি বিশেষ দিনে নাতনি আরাধ্যার সাথে সময় কাটানোর ছবিও।
অমিতাভ বচ্চন বর্তমানে সনি বিনোদন চ্যানেলে প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি উপস্থাপনা করছেন। গেলো মঙ্গলবারই নতুন পর্বের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তার। এরমধ্যে অসুস্থ হয়ে ভর্তি হতে হয় হাসপাতালে। তবে তিনদিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় সনি চ্যানেল কর্মকর্তাদের কপালের ভাঁজ দূর হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই পুরো সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরবেন অমিতাভ।
অমিতাভের হাতে রয়েছে ঝুন্ড, ব্রহ্মাস্ত্র এবং সীতাবো গুলাবো-র মতো ছবি।
আরও পড়ুনঃ ‘বিবিএফএ’—অনুষ্ঠানে বসছে দুই বাংলার তারকামেলা
অভিষেক বচ্চন অমিতাভ বচ্চন অসুস্থ জয়া বচ্চন বলিউড মেগাস্টার হাসপাতাল