Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকেশ রোশানই পরিচালনা করবেন ‘কৃশ ৪’


১৮ অক্টোবর ২০১৯ ১৬:২১

বলিউড পাড়ায় খবর রটেছে, জনপ্রিয় ফ্রাঞ্চাইজ ‘কৃশ’র চতুর্থ কিস্তির পরিচালকের পরিবর্তন ঘটছে। রাকেশ রোশানের পরিববর্তে ‘কৃশ ৪’ পরিচালনা করবেন সঞ্জয় গুপ্তা। এর আগের তিন কিস্তি পরিচালনা করেছেন রাকেশ রোশান। তাই চতুর্থ কিস্তিতে নিজেকে সরিয়ে নেওয়ার খবরে তার অনুরাগীরা বেশ অবাক হয়েছে।

তবে ওই খবরটি সত্য নয় বলে জানালানে রাকেশ রোশান। বলিউড হাঙ্গামাকে রাকেশ বলেন, আমি গুঞ্জনটি শুনেছি। তবে এটা সত্য নয়। সঞ্জয় ছবিটি পরিচালনা করছেন না। তিনি ছবির চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন। যদিও সঞ্জয় খুব ভালো পরিচালক। তিনি তার ‘কাবিল’ ছবিটি খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন। আমি তার জন্য গর্ব অনুভব করি। তিনি এখন ‘মুম্বাই সাগা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলাম, কখন আমরা ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব? তিনি বলেছেন, যখন মনে করব আমার চিত্রনাট্য শতভাগ শেষ তখন ঘোষণা দেব। আসলে সিনেমাটি ফ্লোরে গড়ানোর দিনক্ষণ আমি ঠিক করব। সেজন্য আরও এক বছর সময় লাগতে পারে। এটি একটি বড় বাজেটের ছবি। প্রচুর ভিজ্যুয়াল ইফেক্টের কাজ আছে। প্রাক প্রস্তুতিতে প্রচুর সময় লেগে যাবে।

প্রসঙ্গত, হৃত্কি রোশানের বাবা রাকেশ রোশান স্কোয়ামাস সেল কারসিনোমা অফ দ্য থ্রোট বা গলার ক্যানসারে ভুগেছেন অনেক দিন। ক্যানসার প্রাথমিক স্তরে ছিল বিধায় এ যাত্রায় বেঁচে যান তিনি। তখন মূলত, ‘কৃশ ৪’ পরিচালনা নিয়ে শঙ্কা দেখা দেয়। যার কারণে বলিউডের এই অন্যতম ব্যবসা সফল ফ্রাঞ্চাইজির চতুর্থ কিস্তির পরিচালক হিসেবে সঞ্জয় গুপ্তার নাম চাউর হয়।

কৃশ ৪ রাকেশ রোশান সঞ্জয় গুপ্তা