Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিবিএফএ’—অনুষ্ঠানে বসছে দুই বাংলার তারকামেলা


১৮ অক্টোবর ২০১৯ ১৪:২১ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ১৬:০৮

দু’দিন বাদে ঢাকায় বসতে চলেছে দুই বাংলার চলচ্চিত্র তারকাদের মিলনমেলা। আগামী সোমবার (২১ অক্টোবর) ‘ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের প্রথম আসরে বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (নবরাত্রি হল–৪) উপস্থিত থাকবেন তারা।

বাংলাদেশ থেকে শাকিব খান, রিয়াজ, বিদ্যা সিনহা মীম, পরীমনি; ভারত থেকে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রূপম ইসলাম, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঊষা উথুপ, মীর আফসার আলী, ঋতাভরী চক্রবর্তীসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বাংলাদেশের জুরি সদস্য চলচ্চিত্র পরিচালক হাসিবুর রেজা কল্লোল সারাবাংলা ডট নেটকে জানিয়েছেন, ভারত থেকে অতিথিরা ২০ ও ২১ তারিখ ঢাকায় আসবেন।

এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া। বাংলাদেশ থেকে সহ আয়োজক হিসেবে আছে বসুন্ধরা গ্রুপ। এছাড়া এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের টাইটেল স্পন্সর টিএম ফিল্মস।

এর আগে সেপ্টেম্বরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালের জুন মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ভারত ও বাংলাদেশে মুক্তি পাওয়া বাংলা ভাষার ছবিগুলো এই অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাচ্ছে। পপুলার, টেকনিক্যাল ও রিজিওনাল—এই তিনটি ক্যাটাগরিতে মোট ২৪টি বিভাগে অ্যাওয়ার্ড দেওয়া হবে।

এসব বিভাগের মধ্যে রয়েছে—সেরা ছবি, সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী, সেরা গান, সেরা কণ্ঠশিল্পী নারী–পুরুষ, পপুলার ফিল্ম ইন দ্য ইয়ার, পপুলার অ্যক্টর অ্যান্ড অ্যক্ট্রেস অব দ্য ইয়ার, লাইভ টাইম অ্যচিভমেন্ট, সেরা কাহিনী, চিত্রগ্রাহক, সেরা সম্পাদক ইত্যাদি।

অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের মধ্যে ভারত থেকে রয়েছেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা-নির্মাতা ব্রাত্য বসু, সাংবাদিক ও সমালোচক গৌতম ভট্টাচার্য, প্রযোজক অঞ্জন বোস এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

বিজ্ঞাপন

অন্যদিকে বাংলাদেশ থেকে জুরি হিসেবে আছেন অভিনেতা আলমগীর, অভিনেত্রী কবরী, ঔপন্যাসিক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এবং পরিচালক হাসিবুর রেজা কল্লোল।

ইতিমধ্যে বিচারকরা সিনেমা দেখার কাজ শেষ করে ফেলেছেন। মনোনয়ন পাওয়া দুই বাংলার শিল্পীদের নামও প্রকাশ করা হয়েছে। এবার তাদের মধ্যে থেকে সেরা শিল্পীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার পালা।

এদিকে জানা গেছে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শুধুমাত্র রেড কার্পেটে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে পারবেন। মূল অনুষ্ঠানের কোনো স্থিরচিত্র কিংবা ভিডিও সংগ্রহ করা যাবে না। মূল আয়োজনটি রেকর্ড করে বাংলাদেশ এবং ভারতে প্রচার করবে দুই দেশের মিডিয়া পার্টনার স্যাটেলাইট চ্যানেল।

ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর