আসাদুজ্জামান নূরের নতুন আবৃত্তির অ্যালবাম
১৭ অক্টোবর ২০১৯ ১২:৩৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ১৪:১৭
বর্তমানে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত সময় পার করলেও আসাদুজ্জামান নূর অভিনেতা এবং আবৃত্তিকার হিসেবেই বেশি খ্যাতিমান। ছিলেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রীও। রাজনীতির শত ব্যস্ততার মাঝেও আসাদুজ্জামান নূর তার মূল পরিচয় থেকে দূরে সরে যাননি। সময় করে সময় দেন অভিনয় আর আবৃত্তিতেও। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হচ্ছে আসাদুজ্জামান নূরের নতুন আবৃত্তির অ্যালবাম ‘যদি এই বাংলায় আসো’। অ্যালবামটিতে তার সঙ্গে আবৃত্তি করেছেন কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহা।
আরও পড়ুনঃ ‘আপসা’য় মনোনয়ন পেলো ‘মেড ইন বাংলাদেশ’
অ্যালবামটিতে তারা আবৃত্তি করেছেন কবি রাম চন্দ্র দাসের ১০টি কবিতা।
কবিতাগুলোর শিরোনাম- ‘যদি এই বাংলায় আসো’, ‘শুধু শান্তি চাই’, ‘আমি এই যুগের মেয়ে যদি’, ‘অপর বেলায়’, ‘শ্যামল সন্ধ্যার কাব্য’, ‘দাবায়ে রাখতে পারবে না’, ‘ইয়ে’, ‘রবি-নজরুলের বঙ্গদর্শন’, ‘গ্রেডার্থী’ ও ‘টাক’।
১৮ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় ছায়ানটে অনুষ্ঠিত হবে অ্যালবামের মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কবি ও সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদারসহ অনেকে।
‘যদি এই বাংলায় আসো’ অ্যালবামটি প্রকাশিত হচ্ছে জি সিরিজের ব্যানারে।
আরও পড়ুনঃ ‘ম্যাট্রিক্স ফোর’-এ নতুন যোগ হলেন যারা
অ্যালবাম আবৃত্তি আসাদুজ্জামান নূর জি-সিরিজ ডালিয়া বসু সাহা যদি এই বাংলায় আসো