Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিস ইউনিভার্স বাংলাদেশ—এর ক্রাউন (টিয়ারা) উন্মোচন


১৫ অক্টোবর ২০১৯ ১৭:০১ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ১৭:১২

ক্রাউন হাতে তাহসান খান, কানিজ আলমাস, রোকেয়া সুলতানা ও শীর্ষ ১০ মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগী। ছবি: আয়োজক প্রতিষ্ঠান থেকে পাওয়া

গুলশানের আমিশে ফাইন জুয়েলারি ফ্ল্যাগশিপ স্টোরে অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ—এর ক্রাউন (টিয়ারা) উন্মোচন। ক্রাউন উন্মোচন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ এর বিচারক তাহসান খান, কানিজ আলমাস, আমিশের বিজনেস প্রধান রোকেয়া সুলতানা, রিজওয়ান বিন ফারুক, চেয়ারম্যান, মিস ইউনিভার্স বাংলাদেশ ও মিস ইউনিভার্স বাংলাদেশ এর  শীর্ষ ১০ প্রতিযোগী।

ক্রাউন উন্মোচন অনুষ্ঠানে তাহসান খান বলেন, মিস ইউনিভার্স বাংলাদেশের প্রথম সংস্করণের অংশ হতে পেরে আমি খুব উচ্ছ্বসিত। আমি বিগত ১২ বছর ধরে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতার সাথে জড়িত ছিলাম এবং আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি যে, এটি আজ অবধি আমার দেখা সেরা ১০ প্রতিযোগী। তাদের শুভ কামনা করছি।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ  পোস্টারে ‘শকুন্তলা’ বিদ্যা


আমিশের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী বলেন, আমিশের জন্য এটি একটি আনন্দের মুহূর্ত। মিস ইউনিভার্স প্রতিযোগিতা হলো আমাদের ব্র্যান্ডের জন্য একটি পূর্নাঙ্গ ইভেন্ট। এটি এমন একটি ব্র্যান্ড যা নারীদের ব্যক্তিত্ব, শক্তি এবং ক্যারিশমা উপস্থাপন করে। আমরা এই কাস্টম ক্রাউনটি সুন্দর এবং আত্নবিশ্বাসী একজন বিজয়ীর মাথায় দেখার প্রত্যাশায় রয়েছি, যিনি বৈশ্বিক অঙ্গনে দক্ষিণ কোরিয়ায় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এই ক্রাউনটি সবার জন্য গুলশান অ্যাভিনিউতে আমাদের গ্র্যান্ড স্টোরে প্রদর্শিত হবে।

এদিকে মিস ইউনিভার্স বাংলাদেশ—এর চেয়ারম্যান রেজওয়ান বিন ফারুক বলেন, আমরা জুয়েলারী পার্টনার হিসাবে আমিশেকে পেয়ে খুবই সন্তুষ্ট; যারা সবচেয়ে সুন্দর ক্রাউন (টিয়ারা) তৈরি করেছেন। ১৯৯৪ সালের মিস ইউনিভার্স—এর বিজয়ী সুস্মিতা সেন, প্রথমবারের মতন বাংলাদেশে আয়োজিত এ আসরের বিজয়ীর মাথায় এই ক্রাউন পরিয়ে দেবেন।

বিজ্ঞাপন

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৩ শে অক্টোবর, ২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিজয়ীকে ক্রাউন পরিয়ে দেবেন ১৯৯৪ এর মিস ইউনিভার্স বিজয়ী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।


আরও পড়ুনঃ

.   আন্তর্জাতিক তিন উৎসবে ‘আমরা একটা সিনেমা বানাবো’

.   ১৫ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

.   ঢাকা মাতাবেন ফুয়াদ

.   আপনি বলে দেবেন, খবরটি সত্য নয়: কোয়েল মল্লিক


 

ক্রাউন উন্মোচন মিস ইউনিভার্স বাংলাদেশ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর