Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জান্নাত’এ কেমন দেখতে সাইমন-মাহি


১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩১

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

বইছে ফাগুনের হাওয়া। এর মধ্যে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। এমন এক আবহের মধ্যে প্রকাশ পেলো সাইমন মাহি জুটির সিনেমা ‘জান্নাত’ এর প্রথম ঝলক। সিনেমাতেও প্রাধান্য পেয়েছে ভালোবাসাই। পরিাচলক চেষ্টা করেছেন ভালোবাসাময় ‘জান্নাত’-এর কথা বলতে।

জান্নাত কী শুধুই প্রেমের সিনেমা? কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন পরিচালক। কথা শুরুর আগে কিছুক্ষণ চুপ ছিলেন, বললেন, ‘জান্নাতকে কোনো ঘরানায় ফেলতে চাই না। তবে বোঝার সুবিধার জন্য ছবিটিকে সমসাময়ীক প্রেক্ষাপটের প্রেমের সিনেমা বলা যেতে পারে।’

তাই বলা যায়, আশেপাশে যাই থাকুক, প্রেম রয়েছে ছবির মূল ভিত্তি হয়ে। সিনেমার কাজ শেষ হয়ে ছিল আগেই। এই পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো ছবিটির প্রচারণা। এর পর আসবে আরো একটি পোস্টার, এরপর টিজার, তারপর গান, একদম শেষে আসবে চূড়ান্ত ট্রেইলার। আর ছবিটি মুক্তি পাবে এপ্রিল অথবা মে-তে। এমনটাই জানালেন ছবির পরিচালক।

পরিচালকের বক্তব্যের ‘সমসাময়ীক’ শব্দটির সঙ্গে ছবির মিল খুজলে মনে হতে পারে অনেক কিছুই। ছবির নায়ক সাইমনের ঘন দাড়ি, মাথায় টুপি আর নায়িকা মাহির মাথার ঘোমটা ইঙ্গিত দেয় অনেক কিছুর। কিন্তু এ বিষয়ে পরিচালক চূড়ান্ত করে বলেননি কিছুই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া ছবিটিতে সাইমন ও মাহির লুক একেবারেই নতুন। এমন চেহারায় তাদের দেখা যায়নি আগে।

সারাবাংলা/পিএ

জান্নাত মাহিয়া মাহি সাইমন সাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর