ভাষার মাসে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’
১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৫৪ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৭:৪৯
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
সালমান শাহ-এর সেই অভিনয়, সেই গান শুনতে চান? না, কোনো ডিভিডি বা কম্পিউটার স্ক্রিনে নয়। একেবারে প্রেক্ষাগৃহের আবহে। আছে শাকিব খানের সিনেমা দেখারো সুযোগ। ২০১৭ সালে বাংলাদেশ থেকে অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের জন্য পাঠানো হয়েছিল যে ছবিটি, সেটি কী দেখা হয়েছে সবার? সেটিও পাওয়া যাবে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবে।
বাংলাদেশ ছাড়াও কলকাতার বাংলা সিনেমা দেখতে পাবেন দর্শকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে শুরু হয়েছে এ উৎসব। সোমবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেলো উৎসবের উদ্বোধন। বিকেল সাড়ে পাঁচটা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সংগঠনটির সঞ্চালক আ আ ম স আরেফিন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মীর রেজওয়ান মাহমুদ তন্ময় ও সাধারণ সম্পাদক সৌরভ সরকার। উৎসবটির ১৭তম এই আসরের প্রধান সহযোগী হয়েছে সারাবাংলা ডট নেট।
বাংলা চলচ্চিত্রকে জনগণের আরও কাছে আনার প্রয়াসে আয়োজনটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। উদ্বোধনী বক্তৃতায় আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, ‘ভাষাকে মানুষের আরও কাছাকাছি পৌছে দিতে পারে চলাচ্চিত্র। এটি একটি সুস্থ বিনোদন মাধ্যম। চলচ্চিত্র চাইলেই আমাদের সমাজকে বদলে দিতে পারে। তরুণ সমাজকে নিজস্ব সংস্কৃতি সম্পর্কে অবহিত ও সচেতন করতে বাংলা চলচ্চিত্র নির্মাতারা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে।’
এবারের চলচ্চিত্র উৎসবে দুই বাংলার ধ্রুপদি ও সমসাময়িক মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা, বেলা ১২টা ৪৫, বিকাল ৩টা ৩০ ও সন্ধ্যা ৬টা ৩০-এ প্রদর্শিত হবে সিনেমা।
উৎসবের পর্দা উঠেছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ প্রদর্শনের মধ্য দিয়ে। ১৭ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর পক্ষ থেকে ২০১৭ সালে নির্মিত শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’।
সারাবাংলা/টিএস/পিএ