তোরসার কণ্ঠে বিশ্ব জয়ের প্রত্যয়
১৪ অক্টোবর ২০১৯ ১৭:৩১ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ১৭:৪১
সম্প্রতি শেষ হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ সুন্দরী প্রতিযোগিতার আসর। এবারের আসরে সেরা সুন্দরীর মুকুট জয় করেছেন নানজিবা তোরসা। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে ফাতিহা মিয়ামি ও জান্নাতুল ফেরদৌস মেঘলা।
চূড়ান্ত পর্বে ১২ জন প্রতিযোগীর মধ্য থেকে সেরা তিন নির্বাচন করা হয়। বাকি নয় জন সুন্দরী হলেন—স্নিগ্ধা রহমান, ত্রিপিদা, প্রিয়ন্তী উর্বী, মিতু, নিশা চৌধুরী, তামান্না, নওশিন মিম ও শ্রাবন্তী দাস।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। ছবি: আশীষ সেনগুপ্ত
নির্বাচিত এই সুন্দরীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান ওমিকন এন্টারটেইনমেন্ট একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর ঢাকা ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এক্সপার্ট প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক অপু খন্দকারসহ সেরা ১২ প্রতিযোগী।
দেশ সেরা সুন্দরী খেতাব পাওয়ায় নানজিবা তোরসা স্বভাবতই উচ্ছ্বসিত। সবসময় মুখে হাসি লেগে থাকা তোরসা এদিন সংবাদ সম্মেলনে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আগামী নভেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া সুন্দরী প্রতিযোগিতার বিশ্ব আসরে দেশের পতাকার মান রাখতে চান তিনি। কণ্ঠে দৃঢ় প্রত্যয় নিয়ে তোরসা বলেন, ‘বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো গর্ব আর কোনো কিছুতে নেই। আমি আমার মাধ্যমে সুন্দরী প্রতিযোগিতার বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকার মান রাখতে চাই। এটা আমার দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আমি সর্বাত্মক চেষ্টা করব।’
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতার সেরা ১২ জনের একাংশ। ছবি: আশীষ সেনগুপ্ত
এদিকে আয়োজক সূত্রে জানা গেছে, নানজিবা তোরসা যদি ভিসা জটিলতায় লন্ডনে যেতে না পারেন তাহলে তার বদলে যাবেন ‘বিউটি উইথ আ পারপাস’ নওশীন মিম।
এসময় অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, ‘আমরা চাই তোরসা আমাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসুক। তাকে আমরা সেভাবে প্রস্তুত করছি। আমাদের বিশ্বাস তিনি ভালো কিছু করে দেখাবেন। কারণ, আমাদের বিচারকরা যাকে নির্বাচন করেছেন তিনি সুন্দরী প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যোগ্য।’
এবার লন্ডনে বসছে মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। আগামী ১৪ ডিসেম্বর হবে চূড়ান্ত পর্ব। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সেরা সুন্দরীরা অংশ নেবেন সেখানে। সবার মধ্য থেকে বাছাই হবে ২০১৯ সালের বিশ্বসুন্দরী।