অভিনেত্রী সাবিলা নূরের বিয়ে
১৪ অক্টোবর ২০১৯ ১৩:৩৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ১৪:০০
জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূর। নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখ তিনি। এই অভিনেত্রী শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। জানা গেছে, ২৫ অক্টোবর তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
নতুন জীবন শুরু করতে যাচ্ছেন সাবিলা। আনন্দ তাই মুখ থেকে সরছেই না। কথাতেও তার বহিঃপ্রকাশ ঘটছে বারবার। তিনি সারাবাংলাকে বলেন, ‘বিয়ের সিদ্ধান্ত তিন মাস আগেই হয়েছে। পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত। আমাদের বিয়েতে আংটি বদলের কোনো পর্ব থাকছে না। ২৫ অক্টোবর বিয়ে, ২৭ অক্টোবর বৌভাত।’
সাবিলা যাকে বিয়ে করতে যাচ্ছেন, তার নাম নেহাল সুনন্দ তাহের। পেশায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার। বাড়ি চাঁদপুর। সাবিলা নূরের বাড়ি চট্টগ্রাম।
বিয়ের আনুষ্ঠানিকতা কোথায় হবে তা সংবাদ মাধ্যমে প্রকাশ করতে চাননি সাবিলা।