অনুদানের ছবি ‘অন্ত্যেষ্টিক্রিয়া’র শুটিং শুরু
১৩ অক্টোবর ২০১৯ ১৭:২৬ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ১২:৫৭
সরকারি অনুদানের ছবি ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। ২০১৮-১৯ অর্থবছরে ছবিটি এ অনুদান পায়। শুরু হলো ছবিটির শুটিং। রোববার (১৩ অক্টোবর) রাজধানীর দিয়াবাড়ীতে ছবির শুটিং শুরু হয়েছে।
মো. আবদুল মান্নানের গল্পে এবং স্টুডিও ওয়াইড অ্যাঙ্গেলের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন হোসনে মোবারক রুমি। তিনি সারাবাংলাকে বলেন, ‘রোববার থেকে ছবির শুটিং শুরু হয়েছে। জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন। আবার অনেকেই পরে অংশ নেবেন। এই লটে ১৯ অক্টোবর পর্যন্ত শুটিং চলবে।’
ছবিতে আরও অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। মানসী নামের একটি চরিত্রে অভিনয় করছেন তানিন তানহা।
অন্ত্যেষ্টিক্রিয়া একটি পিরিওডিক্যাল সিনেমা। ১৯৭১ সালের একটি ঘটনাকে কেন্দ্র কের গড়ে উঠেছে এর কাহিনী।