ইমন-শিমু’র ‘স্বরে অ’
১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৯
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
এক শিক্ষক, নাম সাজু। সময় হয়েছে অবসরে যাবার। বয়স হয়েছে, অসুস্থতাও বেড়েছে। তার একসময়ের ছাত্র মামুন, শিক্ষক সাজুকে নিয়ে যান দেশের নামকরা চিকিৎসক হাসানের কাছে। মামুন নিজেও একজন চিকিৎসক।
অন্যদিকে ডাক্তার হাসানের মেয়ে ঋষা ক্যান্সার নিয়ে গবেষণা করে আমেরিকায়। দেশে এসেছেন বেড়াতে। মামুন ডাক্তারি পড়ে এখন মফঃস্বলের মানুষদের চিকিৎসায় দিচ্ছে। ঋষা আমেরিকায় পড়া শেষ করে মফঃস্বলেই স্থায়ী হতে চায়।
একুশ শতকের প্রেক্ষিতে দেশের ও ভাষার জন্য মমত্ববোধ জাগানোর এই গল্প দেখানো হবে নাটকের মাধ্যমে। নাটকের নাম ‘স্বরে অ’। এখানে চরিত্রগুলো নিজ নিজ অবস্থান থেকে উপলব্ধি করে ভাষার ঐতিহ্য এবং দেশের জন্য কিছু করার।
নাটকে মামুন ও ঋষা চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ইমন ও সুমাইয়া শিমু। এটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান।
‘স্বরে অ’ নাটকটি প্রচার হবে ২১ ফেব্রুয়ারি এনটিভিতে রাত ৯টা ৫মিনিটে। এতে অভিনয় করেছেন দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু, শাজাহান আলী সাজুসহ অনেকে।
সারাবাংলা/টিএস/পিএ